নদিয়া: ফোনে ফেসবুক লাইভ চলছিল। ঘরের দরজা বন্ধ করে সারা ঘরে পেট্রোল ছড়ান যুবক। তারপর রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ কাটেন। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর, পুড়তে থাকেন তিনি, আর ফেসবুকে চলতে থাকে লাইভ। আগুন লেগে সিলেন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। ভয়ানক ঘটনাটি ঘটে নদিয়ার মরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে কাগজিপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উত্তম বিশ্বাস। তিনি পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতো।
সূত্রের খবর ওই যুবক সম্প্রতি বাড়িতে আসে। মাস খানেক ধরে তিনি ওই এলাকায় টোটো চালাচ্ছিলেন। মঙ্গলবার তাঁর বাড়িতে কালী পুজোও ছিল। সেই উপলক্ষে ওই যুবকের মা ও বাবা গঙ্গাস্নান করতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে ঘরের মধ্যে মোবাইলে লাইভ অন করেন যুবক। গ্যাসের পাইপ কেটে ফেলে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হন।
পরিবারের দাবি, ওই যুবক তাঁদের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য কিছুদিন ধরে চাপ দিচ্ছিলেন। কিন্তু মা বাবা দাবি মেনে নেননি। এরপর এদিন বাড়িতে কেউ না থাকার সুবাদে আত্মঘাতী হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরুটিয়া থানার পুলিশ। পুলিশকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে। আত্মত্যার পিছনে কোন প্রেম সংক্রান্ত ঘটনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।