নদিয়া: পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। বেপরোয়া গতির জেরে দুটি গাড়ির সংঘর্ষ। মৃত্যু হল চালকের,আহত খালাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতার কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছে আরও একজনের। ঘটনায় এলাকায় যানজট তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ছ’টা নাগাদ নলহাটি থেকে একটি পাথর বোঝাই ডাম্পার চাকদার দিকে আসছিল। সেসময় রাস্তার ধারের দোকানগুলি সবে খুলছিলেন স্থানীয় দোকানিরা। তাঁরাই গোটা বিষয়টি দেখেছেন। তাঁদের দাবি, রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিল ১৪ চাকার একটি আলু বোঝাই ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ওই গাড়ির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের চালকের। খালাসি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে চাকদা থানার পুলিশ গিয়ে দুটি গাড়িকে উদ্ধার করে। তারপর যান চলাচল স্বাভাবিক করে। মৃত ডাম্পার গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে পলাতক আলুর গাড়ির চালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে, রবিবার ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে দমদম পার্কে। দুরন্ত গতিতে ধাকা এসইউভি গাড়ি পরপর ধাক্কা মারে একটি বাইকে। তারপর একটি ডাম্পারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির ভিতরে ছিলেন চার জন যুবক, এক জন মহিলা। দুর্ঘটনায় মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হন বাইকের চালকও। জানা গিয়েছে, প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।