Nadia: সমিতিতে নিজের টাকা তুলতে চেয়েছিলেন, তাতেও হামলার অভিযোগ

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2023 | 3:02 PM

Nadia: অভিযোগ, মঙ্গলবার রাতে ওই যুবককে কারখানা থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত ওই যুবককে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার

Nadia: সমিতিতে নিজের টাকা তুলতে চেয়েছিলেন, তাতেও হামলার অভিযোগ
যুবককে মারধরের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: মা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য সমিতিতে জমানো টাকা চাওয়ায় এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে।

সূত্রের খবর, শান্তিপুরে বাসিন্দা এক যুবক স্থানীয় কয়েকজনের সঙ্গে একটি সমিতি তৈরি করে তাতে টাকা জমাতেন। অভিযোগ, সম্প্রতি তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ায় মায়ের চিকিৎসার জন্য সমিতিতে জমানো প্রায় এক লক্ষ টাকা ফেরত চায় ওই ব্যক্তি। অভিযোগ, জমানো সেই টাকা চাওয়ার পর থেকেই ওই যুবককে মারাধর করার হুমকি দিচ্ছিলেন সমিতির কয়েকজন সদস্য।

অভিযোগ, মঙ্গলবার রাতে ওই যুবককে কারখানা থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত ওই যুবককে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

যুবকের বক্তব্য, “আমারই টাকা, আমিই তুলতে চাইছি। আর সেখানেই আপত্তি। আমার সঙ্গে আগেও ঝামেলা হয়েছে। কিন্তু বুঝতে পারি নি কখনও এভাবে হামলার মুখে পড়তে হবে।”

Next Article