নদিয়া: স্বামীর সঙ্গে ভোরে ট্রেন ধরতে আসছিলেন। সে সময়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক টিম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর বেলায় স্বামীর সঙ্গে ট্রেন ধরতে যাওয়ার সময় কল্যাণী বারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৮জনকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে কল্যাণীর দিকে যেতে রেল লাইন ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেল ব্রিজের তলায় এক ঘন জঙ্গলে। সেখানে ওই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এরপর স্বামীর সঙ্গে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন অভিযুক্ত গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক টিম।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।