নদিয়া: হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। অ্যাম্বুলেন্স ভাঙচুর করার অভিযোগ। রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় নদিয়ার কল্যাণীর হার্ট স্পেশালিটি গান্ধী মেমোরিয়াল হাসপাতালে।
কালী পূজার রাত্রে এক অ্যাম্বুলেন্স চালক চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় এক রোগী নিয়ে আসেন গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। ওই হাসপাতালে রোগীকে নামানোর পর পরিবার তাঁকে ভর্তি করার জন্য ব্যস্ত ছিলেন।হাসপাতালে কিছুক্ষণ দাঁড়িয়ে ওই চালক ভাড়ার টাকার নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আবার ওই হাসপাতাল থেকে অন্যত্র কোন রোগী ভাড়া নিয়ে যাবেন বলে টাকার জন্য তাড়া দিতে থাকেন। এই নিয়ে দু’পক্ষের বচসার সূত্রপাত। রোগীর পরিবারের সদস্যদের গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।
অভিযোগ, এরপরই ওই চালক ও অ্যাম্বুলেন্সের উপর দাদাগিরি দেখায় গান্ধী হাসপাতালের চালকরা। অ্যাম্বুলেন্স চালককে মারধর করে জামাকাপড় ছিড়ে দেয় ও গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগের তির ওখানকার অ্যাম্বুলেন্স চালকদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তারক্ষীর সামনে এই ঘটনা ঘটলেও কোনরকম প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এবিষয়ে প্রশ্ন করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।