Nadia: পকসো ধারায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 25, 2025 | 4:47 PM

Nadia: গত ২৭ ফেব্রুয়ারি প্রতিবেশী এক নাবালিকা তাঁর বিরুদ্ধে গাঙনাপুর থানায়  পক্সো আইনে মামলা করে বলে জানা গিয়েছে। তারপর থেকে মান সম্মানের ভয়ে এলাকা ছাড়া ছিলেন মনোয়ার। মনোয়ারের আত্মীয়দের দাবি, প্রায়শই তাঁর মোবাইলে টাকা চেয়ে হুমকি দিচ্ছিল অভিযোগকারীর পরিবার।

Nadia: পকসো ধারায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া:  মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। অভিযোগকারীর বাড়ি ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।  এলাকায় উত্তেজনা থাকায় পিকেট বসানো হয়েছে। ঘটনাটি ঘটে নদিয়ার গাঙনাপুর থানার পূর্ব নগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোয়ার তরফদার। বছর বাহান্নর ওই ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি প্রতিবেশী এক নাবালিকা তাঁর বিরুদ্ধে গাঙনাপুর থানায়  পকসো আইনে মামলা করে বলে জানা গিয়েছে। তারপর থেকে মান সম্মানের ভয়ে এলাকা ছাড়া ছিলেন মনোয়ার। মনোয়ারের আত্মীয়দের দাবি, প্রায়শই তাঁর মোবাইলে টাকা চেয়ে হুমকি দিচ্ছিল অভিযোগকারীর পরিবার।

এরপর গত এক সপ্তাহ আগে কোনরকম সুরাহা না দেখতে পেয়ে বাধ্য হয়ে বিষ খান। এরপর কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

গ্রামে মৃতদেহ আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা অভিযোগকারীর বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়  বলে  অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে গাঙনাপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।