Nadia Body: প্লাস্টিকে মুড়িয়ে জঙ্গলে ‘বিছানার তোষক’ ফেলতেই পর্দাফাঁস!

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 25, 2023 | 5:24 PM

Nadia Body: একাদশীর দুপুরে পাড়া প্রতিবেশীরা দেখেন, কার্তিক একটা বিশাল বড় কালো প্লাস্টিকে কিছু মুড়িয়ে টেনে জঙ্গলের দিকে যাচ্ছেন। মোটর সাইকেলের পিছনে সেই বড় প্লাস্টিক বেঁধেছিলেন দড়ি দিয়ে

Nadia Body: প্লাস্টিকে মুড়িয়ে জঙ্গলে বিছানার তোষক ফেলতেই পর্দাফাঁস!
মহিলাকে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: শ্বাসরোধ করে খুন করে জঙ্গলে মৃতদেহ সরাতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। একাদশীর দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার জঙ্গলপাড়া এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম কার্তিক দেবনাথ। তাঁর বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার কাপালি পাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম সন্দীপা সরকার। বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০-১২ দিন আগে হরিণঘাটা থানার সিমহাট এলাকায় কার্তিক দেবনাথ একটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন। তিনি বিবাহিত। তিনি বাড়ি মালিককে জানিয়েছিলেন, সন্দীপা তাঁঁর স্ত্রী।  সন্দীপা সরকারের সঙ্গে কার্তিক দেবনাথ গত কয়েকদিন ধরেই ওই বাড়িতেই রয়েছেন।

একাদশীর দুপুরে পাড়া প্রতিবেশীরা দেখেন, কার্তিক একটা বিশাল বড় কালো প্লাস্টিকে কিছু মুড়িয়ে টেনে জঙ্গলের দিকে যাচ্ছেন। মোটর সাইকেলের পিছনে সেই বড় প্লাস্টিক বেঁধেছিলেন দড়ি দিয়ে। পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয়েছিল। এলাকায় খবর চাউর হতেই বাইক ধাওয়া করেন অনেকে।

দেখা যায়, জঙ্গলের দিকেই বাইক নিয়ে এগোচ্ছিলেন কার্তিক। কালো প্লাস্টিকটা জঙ্গলে ফেলবার সময়েই ধরা পড়ে যান। প্রথমে কার্তিক দাবি করছিলেন, তিনি বিছানার ময়লা তোষক ফেলছেন।  প্রতিবেশীদের চাপের মুখে পড়ে কালো প্লাস্টিকটা খুলে ফেলেন কার্তিক। দেখা যায়, মহিলার রক্তাক্ত দেহ। এরপর স্থানীয় বাসিন্দারা মারধর দিয়ে হরিণঘাটা থানার পুলিশের হাতে তুলে দেন কার্তিককে।

প্রাথমিক সূত্রে পুলিশ জানতে পেরেছে, সন্দীপার সঙ্গে কার্তিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁকে শ্বাসরোধ করে খুন করে দেহ লোপাট করতে যাচ্ছিলেন কার্তিক। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article