নদিয়া: ভোট পরবর্তী সন্ত্রাস জারি। নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে বাড়ি থেকে বার করে এনে পিটিয়ে খুনের অভিযোগ। নিহতের নাম খবির শেখ (৪৮)। ঘটনাকে ঘিরে উত্তেজনা নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আচমকাই বাড়িতে চড়াও হয় ১০-১২ জনের দুষ্কৃতী দল। বাড়ির ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পড়়ে তারা। খবির তখন বাড়িতেই ছিলেন। তিনি খাচ্ছিলেন। অভিযোগ, খবিরকে ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসেন তাঁরা। বাড়ির উঠোনের উপর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা যতক্ষণে ছুটে আসেন, পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবিরের নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবার দাবি, ওই ব্যক্তি সন্ধ্যায় বাড়িতে খেতে বসেছিলেন। সেসময়েই দুষ্কৃতীরা বাড়ি থেকে টেনে বার করে উঠোনে তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। এই ঘটনায় পরিবার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। নিহতের ছেলে বলেন, “আমার বাবা বাড়িতে বসে ভাত খাচ্ছিল। ওরা এসে টেনে নিয়ে যায়। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর কোনও সাড়াশব্দ না পেয়ে আমি বের হই। দেখি বাবা উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা নির্দল করি বলে তৃণমূল পার্টির লোক আমার বাবাকে মেরে দিল।” যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।