Nadia: রানাঘাট ও চাকদহ! একই সঙ্গে দুই পুর এলাকার ভোটার TMC কাউন্সিলর, জোর চর্চা

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 29, 2025 | 12:08 AM

Nadia: কল্যাণী মহাকুমার চাকদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধন। স্বাভাবিকভাবেই তিনি এবং তাঁর স্ত্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার। কিন্তু একইসঙ্গে সস্ত্রীক ওই পুর প্রতিনিধির নামের হদিশ মিলেছে রাণাঘাট পুর এলাকাতেও।

Nadia: রানাঘাট ও চাকদহ! একই সঙ্গে দুই পুর এলাকার ভোটার TMC কাউন্সিলর, জোর চর্চা
বাঁ দিকে, তৃণমূল কাউন্সিলর
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: রাণাঘাটের ভোটার চাকদহের কাউন্সিলর। একইসঙ্গে চাকদহ পুর এলাকাতেও নাম রয়েছে তাঁর। নতুন করে বিতর্ক দানা বেঁধেছে নদিয়ার রাজনীতিতে। তৃণমূল যখন ভূতুড়ে ভোটার নিয়ে সরব। কিন্তু এক্ষেত্রে সামনে এল কাউন্সিলরেই অদ্ভুতুড়ে বিষয়!

কল্যাণী মহাকুমার চাকদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধন। স্বাভাবিকভাবেই তিনি এবং তাঁর স্ত্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার। কিন্তু একইসঙ্গে সস্ত্রীক ওই পুর প্রতিনিধির নামের হদিশ মিলেছে রাণাঘাট পুর এলাকাতেও। ১০ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে সত্যজিৎ বিশ্বাস এবং তাঁর স্ত্রী শম্পা বিশ্বাসের।

কীভাবে একইসঙ্গে দু’জায়গায় নাম রয়েছে ওই তৃণমূল নেতার? প্রশ্ন তুলেছে বিরোধীরা। নাম না কাটার পিছনে নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়েছেন চাকদহের তৃণমূল কাউন্সিলর।

রানাঘাট পুরসভার পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার লিস্ট স্বচ্ছ হোক, আর স্বচ্ছ ভোটার লিস্ট মেনে ভোট হোক, এটাই তো আমরা চেয়ে আসছি। এর মধ্যে রাজনীতি নেই। নির্বাচন কমিশন তদন্ত করে, এরকম নাম বাদ দিক।”

অন্যদিকে, রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “এরকম কেস প্রচুর রয়েছে। ভূতুড়ে ভোটার ধরতে গিয়ে আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে। ভূতুড়ে ভোটার কারা? এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত। ”