Tapas Saha: CBI চলে যেতেই তাপস-ইতির ছবি ভাইরাল, সম্পর্কের সাফাই দিলেন তৃণমূল বিধায়ক

MLA Tapas Saha: তৃণমূল বিধায়ক বলেন, "ইতি আমার মেয়ের মতো। ওকে শ্রদ্ধা করি। ভালবাসি। আমি ওর বাবার মতো। আমার বয়স ৬৪। ওর বয়স কত হবে ২৬!"

Tapas Saha: CBI চলে যেতেই তাপস-ইতির ছবি ভাইরাল, সম্পর্কের সাফাই দিলেন তৃণমূল বিধায়ক
ভাইরাল তাপস সাহা ও ইতি সরকারের ছবি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 4:04 PM

নদিয়া: শনিবার সাত-সকালে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেত্রী আসাতুল্লানগরের ইতি সরকারের (Iti Sarkar) বাড়িতে পৌঁছয় সিবিআই। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় জওয়ানরা। চলে তল্লাশি। জেরা। প্রশ্ন ওঠে কেন হঠাৎ ইতি-র বাড়িতে গোয়েন্দারা? কী সম্পর্ক রয়েছে ইতি সরকার ও তাপস সাহার মধ্যে? এরপর সিবিআই আসতুল্লানগর ছাড়তেই তাপস ঘনিষ্ঠতা প্রমাণ হিসাবে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। তারপর বিধায়ক তাপসকে প্রশ্ন করা হলে তিনি খোলসা করেন তাঁদের সম্পর্ক।

তৃণমূল বিধায়ক বলেন, “ইতি আমার মেয়ের মতো। ওকে শ্রদ্ধা করি। ভালবাসি। আমি ওর বাবার মতো। আমার বয়স ৬৪। ওর বয়স কত হবে ২৬! আমার ছেলের বয়সী কি তার থেকে একটু বড়। ও খুব ভাল মেয়ে। ওর বাড়িতে কেন তল্লাশি চালানো হবে? ও গরিব বলে?” গতকাল সিবিআই চলে যাওয়ার পর একই কথা বলেন ইতি সরকারও। তিনি বলেন, “উনি আমার কাকু। আমার বাবার সমতুল্য।আমার স্বামীকে জামাই বলে ডাকে। মেয়েকে নাতনি বলে ডাকে। ওনার ছেলেকে আমি ভাই বলে ডাকি।”

প্রসঙ্গত, আসাতুল্লানগরে শ্বশুরবাড়ি ইতি সরকারের। তিনি তৃণমূলের ব্লক নেত্রী। তাঁর বাপের বাড়ি বেতাই। এই বেতাইয়েরই বিআর আম্বেদকর কলেজে তাপসকে নিয়ে হানা দেয় সিবিআই। এই কলেজের কাছেই ইতির স্বামীর গ্যারেজ। টিভি ৯ বাংলার মুখোমুখি হয়ে ইতি সরকার বলেন কেন তাঁকে জিজ্ঞাসাবাদের এসেছিল গোয়েন্দারা। তাঁর দাবি,”আমি যেহেতু ব্লকের নেত্রী সেই কারণে আমার বাড়িতে কিছু তথ্য জানতে এসেছেন। কালকে তাপস সাহার বাড়িতে এসেছিলেন ওরা। সেই কারণে আজ আমায় জিজ্ঞাসাবাদ করছে।”