Nadia: বাড়ির অদূরেই কুপিয়ে খুনের অভিযোগ, নদিয়ায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 16, 2024 | 7:39 AM

Nadia: শুক্রবার অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন সাইদুল। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে ফোন করতে থাকেন। কিন্তু ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।

Nadia: বাড়ির অদূরেই কুপিয়ে খুনের অভিযোগ, নদিয়ায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার
খুনের অভিযোগ (প্রতীকী ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

 নদিয়া: বাড়ির অদূরেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া থানা এলাকার মোক্তারপুর গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম সাইদুল সেখ (৩৭) ।  খুনের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন সাইদুল। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে ফোন করতে থাকেন। কিন্তু ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা নিজেরাই খুঁজতে বের হন। বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় সাইদুলকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরিবারের দাবি, সাইদুলের সারা শরীরে ক্ষত ছিল। রক্তক্ষরণ হচ্ছিল।

সাইদুলকে দ্রুত উদ্ধার করে নতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাইদুলকে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। এই ঘটনায় কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।  ঘটনার দায় অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পুরনো কোনও শত্রুতাতেই খুন হয়ে থাকতে পারেন সাইদুল। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Next Article