Nadia: মেয়ের সারা শরীরে কামর-আঁচড়ের দাগ, বাকিটা বুঝতে অসুবিধা হল না নাবালিকার মায়ের

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2024 | 3:44 PM

Nadia: জানা গিয়েছে, বিকালে ওই নাবালিকা খেলতে বেরিয়েছিল। বাড়ি ফেরার সময় একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন ওই নাবালিকা বাড়ি ফিরছিল। অভিযোগ, ঠিক তখনই অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পিছনে নিয়ে যায়।

Nadia: মেয়ের সারা শরীরে কামর-আঁচড়ের দাগ, বাকিটা বুঝতে অসুবিধা হল না নাবালিকার মায়ের
নির্যাতিতা নাবালিকার মা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: নয় বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকার শরীরে একাধিক জায়গায় কামড়ের দাগ রয়েছে বলে দাবি পরিবারের। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার।

জানা গিয়েছে, বিকালে ওই নাবালিকা খেলতে বেরিয়েছিল। বাড়ি ফেরার সময় একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন সে ফিরছিল, অভিযোগ, ঠিক তখনই অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পিছনে নিয়ে যায়। এরপর তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। অভিযুক্ত  ভিন রাজ্যের হোটেলে কাজ করে। ঘটনার দিন বাড়ি ফিরে ওই নাবালিকা ভয়ে কাউকে কিছু জানায়নি। পরের দিন স্কুল থেকে ফেরার পর ওই কিশোরীর শারীরিক অসুস্থতা লক্ষ্য করে। তার মা জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়। এরপর তার মা শরীরের দিকে লক্ষ্য করলে দেখতে পায়, মেয়ের গোপনাঙ্গে এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন। এরপর বুধবার সন্ধে অভিযুক্তের মা লিখিত অভিযোগ দায় করেন নাকাশিপাড়া থানায়।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্স আইনে মামলা রুজু করে আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। পরিবার চাইছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনতভাবে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নাবালিকার মা বলেন, “আমার মেয়ে খেলা করছিল। প্রতিবেশী এসে ওকে রাধা গোবিন্দ মন্দিরের পিছনে নিয়ে গিয়ে হেনস্থা করে। ওর সারা শরীরে আচড়-কামরের দাগ ছিল।”

 

Next Article
Nadia: বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগের পরও অধরা অভিযুক্ত