নদিয়া: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বাঙালঝি দাসপাড়া এলাকায়।
নাবালিকার পরিবারের দাবি, রবিবার সকাল ১০ টা নাগাদ বেশি বছর পঞ্চাশের অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিপসের লোভ দেখায়। নাবালিকা বিশ্বাস করে তার সঙ্গে চলে যায়। এরপর ঘরের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর ওই নাবালিকা তার মা কে সমস্ত বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে চাপড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বুথ সভাপতিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতকে পুলিশ আজ কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে পাঠায়।
এক প্রতিবেশী বলেন, “আট বছরের একটা বাচ্চা মেয়ে ও। লোকটার বয়স পঞ্চাশের বেশি। এই রকম অভিযোগ উঠলে মানুষের ক্ষোভ তো হবেই। যে কোনও কারণে স্ত্রীকে বের করে দিয়ে বাচ্চাটাকে ধর্ষণ করেছে। অভিযুক্তের কঠিন শাস্তি দেওয়া দরকার।” এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূলের কেউ। তবে ব্লক সভাপতি শুক দেব ব্রহ্ম জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। তবে কেউ অন্যায় করলে চরম শাস্তি হোক।