নদিয়া: কেন্দ্রের নয়া পরিবহণ নীতির প্রতিবাদে গ্যাস পরিষেবা দেওয়া বন্ধ করলেন গাড়ি চালকরা। মঙ্গলবার নদিয়ার কল্যাণী ইন্ডিয়ান অয়েল গ্যাস বটেলিং প্ল্যান্ট থেকে অন্যত্র গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা বন্ধ করলেন গাড়ি চালকরা। এই গ্যাস বটেলিং প্ল্যান্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্যাসের সিলিন্ডার পরিষেবা দেওয়া হয়। তৃণমূল পরিচালিত ট্রাক ইউনিয়ন সংগঠনের চালকরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হন।
গাড়ি চালকদের এই কর্মবিরতির জেরে সমস্যায় পড়বেন বেশ কয়েকটি জেলার গ্যাস উপভোক্তারা। তাঁদের দাবি, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নতুন আইন ঘোষণা করেছিলেন, রাস্তায় গ্যাসের গাড়িচালকরা কোনও দুর্ঘটনার কবলে পড়বেন, তাঁদের মোটা টাকা জরিমানা দিতে হবে। না হলে সাত বছর জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
এই ‘কালা আইনের’ প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে তৃণমূল পরিচালিত ট্রাক সংগঠনের পক্ষ থেকে কল্যাণী ইন্ডিয়ান অয়েলের প্রায় ৩০০ টির ট্যাঙ্কারের প্রায় ১৫০ জন চালক গাড়ি চালাবেন না বলে জানিয়ে দেন। এভাবে গ্যাস ট্যাঙ্কার চালকরা প্রতিবাদে সামিল হওয়ায় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে উপভোক্তারাও। এক চালক বললেন, “এভাবে হঠাৎ করে একটা নীতি চাপিয়ে দেওয়া হল। কেন্দ্রের তরফ থেকে কি কখনও যাচাই করে দেখা হয়েছে, দুর্ঘটনার সময়ে অনেক ক্ষেত্রেই গাড়ি চালকদের হাতে সবটা থাকে না। জানি আমাদের আন্দোলনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু প্রতিবাদ ছাড়া আমাদের কিছু করার নেই।”