Panchayat Election: তীরে এসে ডুবল তরী! একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

Mahadeb Kundu | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 08, 2023 | 6:06 PM

Panchayat Election: তৃণমূলের পক্ষ থেকে ইনার আলির নাম প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি ভোটে যথেষ্ট সমর্থন পাননি।

Panchayat Election: তীরে এসে ডুবল তরী! একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের
বোর্ড গড়ল জোট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কৃষ্ণনগর: ভোট শেষ। এবার বোর্ড গঠনের পালা। তার আগেই গুলিয়ে গেল হিসেব। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। খোদ রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে। সবই ঠিক ছিল। কিন্তু এভাবে তীরে এসে তরী ডুববে, তা আঁচ করতে পারেনি ঘাসফুল শিবির। সিপিএম-বিজেপির হাতেই চলে গেল কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েত।

নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অধীনে রয়েছে এই রুইপুকুর পঞ্চায়েত। এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২টি। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, ১৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, ৭টিতে বিজেপি, ২টিতে সিপিএম। একজন তৃণমূলের জয়ী প্রার্থীর সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অর্থাৎ তারপরও ১২টি আসন রয়ে যায় তৃণমূলের হাতে।

আজ মঙ্গলবার ছিল পঞ্চায়েতের বোর্ড গঠন। ভোটাভুটি হলে পরিষ্কার হয়ে যায়, দুই তৃণমূল প্রার্থী বিজেপিকে সমর্থন করে। অর্থাৎ তৃণমূলের জয়ী প্রার্থীর সমর্থন কমে হয়ে যায় ১০ আর বিজেপি ও সিপিএম মিলে জয়ী প্রার্থীর সংখ্যা হয় ১১। সেই ১১ জন মিলেই বোর্ড গঠন করেছে।

তৃণমূলের পক্ষ থেকে ইনার আলির নাম প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি ভোটে যথেষ্ট সমর্থন পাননি। জয়ী প্রার্থীদের দাবি, ভোট হয়েছে গোপনে, ফলে কে কাকে সমর্থন করেছে, তা বোঝার উপায় নেই। বিজেপির জয়ী প্রার্থী সুপ্রিয়া মণ্ডল জানান, কোন দল তাঁকে সমর্থন করেছে, তা তিনি জানেন না।

Next Article