AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘হাত জোড় করে বলছি, বিজেপি টাকা বিলি করতে এলে নিয়ে নিন’, দরদামেরও পরামর্শ অভিষেকের

Abhishek Banerjee: অভিষেকের আশঙ্কা রানাঘাটের প্রচার পর্ব শেষের পর, বিজেপির বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করতে পারে। বললেন, 'বিজেপি বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে। আমি আপনাদের হাতজোড় করে বলব, বিজেপি টাকা দিলে, সেই টাকা নিয়ে নেবেন।'

Abhishek Banerjee: 'হাত জোড় করে বলছি, বিজেপি টাকা বিলি করতে এলে নিয়ে নিন',  দরদামেরও পরামর্শ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 5:15 PM
Share

নদিয়া: লোকসভা ভোটের রবিবাসরীয় প্রচার পর্বে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী সভায় বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। আগামী ১৩ তারিখ চতুর্থ দফায় ভোট রয়েছে রানাঘাটে। অভিষেকের আশঙ্কা রানাঘাটের প্রচার পর্ব শেষের পর, বিজেপির বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করতে পারে। বললেন, ‘বিজেপি বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে। আমি আপনাদের হাতজোড় করে বলব, বিজেপি টাকা দিলে, সেই টাকা নিয়ে নেবেন।’

শুধু টাকা নেওয়াই নয়, সঙ্গে যারা টাকা দিতে আসবে, তাদের সঙ্গে দরদাম করার পরামর্শও দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শ, ‘দরদাম করবেন। কাউকে ৫০০ টাকা দিলে ২০০০ টাকা চাইবেন। কাউকে ২০০০ টাকা দিলে ৫০০০ টাকা চাইবেন। এই টাকা আপনার টাকা। পাঁচ বছর আপনার সঙ্গে বঞ্চনা করেছে, ভাওতাবাজি করেছে। আপনি একদিন করবেন, ১৩ মে। স্যাঁকরার ঠুক ঠাক, কামারের এক ঘা। আপনি একদিন সুযোগ পাবেন।’

বিজেপির থেকে টাকা নিলেও, ভোট দেওয়ার সময় যেন মানুষ নিজের ভোট তৃণমূলকেই দেয় সেই বার্তাও দিলেন অভিষেক। বললেন, ‘পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়াফুলে ভোট দেবেন।’ একইসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড এবারের ভোটে বিজেপিকে ৪৪০ ভোল্টের ঝটকা দেওয়ার বার্তাও দিলেন। অভিষেকের কথায়, ‘৪ জুন ভোটবাক্স খুললে, বিজেপি ৪০০ পার নয়, ৪৪০ ভোল্টের ঝটকা খায়, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, সেটা আপনাদের নিশ্চিত করতে হবে।’