Suvendu Adhikari: চাঁদার জুলুমে আক্রান্ত সরকারি চিকিৎসক! হাসপাতালে দেখতে ছুটলেন শুভেন্দু

Mahadeb Kundu | Edited By: Soumya Saha

Nov 16, 2023 | 10:53 PM

Kalyani: রবিবারের ওই ঘটনায় গুরুতর আহত হন চিকিৎসক। এখনও কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন ওই চিকিৎসক। আহত ওই চিকিৎসককে দেখতে বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং আহত ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ নেন।

Suvendu Adhikari: চাঁদার জুলুমে আক্রান্ত সরকারি চিকিৎসক! হাসপাতালে দেখতে ছুটলেন শুভেন্দু
কল্যাণীর জেএনএম হাসপাতালে শুভেন্দু অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কল্যাণী: চাঁদার দাবিতে চিকিৎসককে মারধরের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে নদিয়ায়। চাঁদা না পেয়ে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাসকে মারধরের অভিযোগ উঠছে পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। রবিবারের ওই ঘটনায় গুরুতর আহত হন চিকিৎসক। এখনও কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন ওই চিকিৎসক। আহত ওই চিকিৎসককে দেখতে বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং আহত ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ নেন।

আহত চিকিৎসকের সঙ্গে হাসপাতালের বেডের পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশে থাকার বার্তা দেন। প্রয়োজনে আইনি লড়াইয়ে আশ্বাসও দিয়েছেন। শুভেন্দু তাঁকে আশ্বাস দেন, বিধানসভাতেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হবেন। আহত চিকিৎসকে নিরাপত্তা চেয়ে হাইকোর্টে যাওয়ারও পরামর্শ দেন বিধানসভার বিরোধী দলনেতা।

আহত ওই চিকিৎসকের বাড়ি নদিয়ার শান্তিপুরে। ঘটনার দিন তিনি ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই ফুলিয়ার ঘোষপাড়ার কাছে একটি পুজো কমিটি তাঁর রাস্তা আটকায় এবং চাঁদা চাইতে থাকে। শুরু হয় জুলুমবাজি। দাবি মতো চাঁদা না পাওয়ায় শুরু হয় ঝামেলা। বাইকের চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরই শুরু হয়ে চিকিৎসককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। অভিযোগ তেমনই। পরবর্তীতে ফুলিয়া ফাঁড়ি থেকে পুলিশকর্মীরা গিয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।

এদিকে রবিবারের ঘটনার পরই গুরুতর জখম ওই চিকিৎসককে ভর্তি করানো হয়েছিল রানাঘাট মহকুমা হাসপাতালে। পরে একটি নার্সিংহোমেও চিকিৎসা চলে তাঁর।

কিন্তু এরপর আবার অসুস্থ বোধ করতে শুরু করেন সুজন দাস। তখন প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে আবার কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই আহত চিকিৎসককে।

Next Article