নদিয়া: সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেন সিপিএম (CPIM) সমর্থিত প্রার্থীরা। নদিয়ার তেহট্টের সমবায় সমিতিতে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে তারা। রবিবার পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের ফল ঘোষণা হয়। সেখানে সিপিএম সমর্থিত প্রার্থীরা ৪৯টি আসনে জয় পান, তৃণমূল সমর্থিত প্রার্থীরা পান ২০টি আসনে জয়। জয়ী প্রার্থীদের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, শাসকদলের অপশাসন নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। তারই প্রভাব এই ভোটের ফলে পড়েছে। যদিও পাল্টা শাসকদলের দাবি, বাম আমল থেকে নানা ছলে সমবায় সমিতি দখলে রাখছে সিপিএম।
পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার ১ হাজার ৭৩৪ জন। ৬৯ আসনের এই সমবায়ে লড়াই হয় সিপিএম-তৃণমূলের মধ্যে। সেখানে জোর টক্কর হলেও জয়ের শিরোপা লাল পার্টিই ছিনিয়ে নেয়। সূত্রের খবর, এই সমবায় সমিতিতে বিজেপি প্রার্থী দেয়নি। তৃণমূলের অভিযোগ, নিজেরা প্রার্থী না দিলেও, সমর্থন দিয়েছে সিপিএম সমর্থিতদের।
তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায়ের বক্তব্য, “বিজেপি আর সিপিএম জুটি বেঁধে লড়েছে। তাই এই ফল। তবে এ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাবই পড়বে না।” যদিও তৃণমূলের এই দাবিকে নস্যাৎ করে সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “এই জয় সাধারণ মানুষের জয়। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের মতামত। পঞ্চায়েতের পূর্বাভাস দিয়ে দিল এই ফল।” আর বিজেপি তৃণমূলের বক্তব্যকে আমল দিতে নারাজ। নারাজ এই ফলাফলকেও গুরুত্ব দিতে। তাদের দাবি, এসব ফল নিয়ে তারা ভাবিত নয়। বরং প্রস্তুত হচ্ছে পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য।