Cop Electrocuted: রাতে স্ত্রী দেখেছিলেন স্বামী জামা ইস্ত্রি করছেন, সকালে উঠে হাড়হিম করা দৃশ্য…

Mahadeb Kundu | Edited By: সায়নী জোয়ারদার

Feb 17, 2023 | 3:35 PM

Nadia: শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগারপাড়া লেনের বাড়িতে মা, স্ত্রী, যমজ দুই সন্তানকে নিয়ে থাকতেন অভীক।

Cop Electrocuted: রাতে স্ত্রী দেখেছিলেন স্বামী জামা ইস্ত্রি করছেন, সকালে উঠে হাড়হিম করা দৃশ্য...

Follow Us

নদিয়া: ইস্ত্রি করতে গিয়ে ভয়াবহ পরিণতি হল কলকাতা পুলিশের এক কর্মীর। জামা ইস্ত্রি করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল অভীক মিত্র (৪৯) নামে ওই পুলিশ কর্মীর। নদিয়ার (Nadia) শান্তিপুরের বাসিন্দা অভীক ২১ বছর হল পুলিশে কাজ করছেন। শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগারপাড়া লেনের বাড়িতে মা, স্ত্রী, যমজ দুই সন্তানকে নিয়ে থাকতেন অভীক। বৃহস্পতিবার রাতে সকলে তখন শুয়ে পড়েছেন। জামা ইস্ত্রি করছিলেন অভীক। সেই সময়ই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। স্ত্রী মৌমিতা কিছু বুঝতেও পারেননি। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘুম ভাঙে। উঠে দেখেন মেঝেতে পড়ে আছেন অভীক। শরীরে হিমস্রোত বয়ে যায় তাঁর। স্বামীর গায়ে হাত ছোঁয়াতেই দেখেন ঠান্ডা পাথর। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। হাসপাতালেও নিয়ে যাওয়া হয় অভীককে তবে ততক্ষণে সব শেষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভীক মিত্র ২০০২ সালে কলকাতা পুলিশের কনস্টেবলে পদে কাজে যোগ দেন। তাঁর যমজ দুই ছেলের এখন বয়স ১৪ বছর। বাড়িতে রয়েছেন অভীকের মা ও স্ত্রী মৌমিতা। মৌমিতা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুই ছেলে টিউশন পড়ে বাড়ি ফেরে। তারপর মা, দুই ছেলে রাতের খাবারও খান। অভীক তখন ঘরেই ছিলেন।

মৌমিতার দাবি, প্রায় প্রায়ই রাতে অভীক রান্না করেন, জামাকাপড় ইস্ত্রি করেন, গান শোনেন। দুই ছেলেকে নিয়ে এক ঘরে থাকেন মৌমিতা, অভীক থাকেন পাশের ঘরে। মৌমিতার কথায়, “আজ সাড়ে ৮টায় আমার কাজের মাসি এসে দরজা ধাক্কানোয় উঠি। তখন দেখছি পড়ে আছে। ছেলেরা চিৎকার চেঁচামেচি করে। হাত, পা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে।” ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article