নদিয়া: ভোটের বাকি আর তিন দিন। আবারও বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী ও প্রাক্তন উপপ্রধান। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া বীরপুর ২-এ। আহত ব্যক্তির নাম আলি মোক্তাজা নাশি। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি পশ্চিম পাড়া ১৫৯ নম্বর বুথ প্রাক্তন উপপ্রধান। তাঁর স্ত্রী লিলুফা বিবি নাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা তিনি নিজের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। অভিযোগ সেসময়ে আচমকাই বাড়ির সামনে বিকট আওয়াজ হয়। সেই শব্দেই ঘুম ভাঙে বাড়ির সকলের। ততক্ষণে লিলুফা আর্তনাদ করতে শরু হয়ে দিয়েছেন। পরিবারের সদস্যরা যতক্ষণে ছুটে আসেন, তাঁর বাঁ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। মেঝেতেই পড়ে ছিল বোমার স্প্লিন্টার।
বাড়ির সামনে যে বোমাবাজি হয়েছে, তা বুঝতে হয়নি পরিবারের সদস্যদের। তাঁরা দেখতে পান, উঠোনের পাশে দুটো মোটরবাইক পড়ে রয়েছে। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা বাইকে চেপেই এসেছিল। বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে গিয়েছে।
বোমাবাজির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। আহত মহিলাকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠিয়ে দেওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন, হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে।
এই ঘটনার তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের ওপর দোষ চাপানো হচ্ছে। যদিও জাতীয় কংগ্রেস থেকে জানানো হয়েছে ওই প্রার্থীর স্বামী বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন। এখন নিজের দোষ ঢাকতে কংগ্রেসকে দোষী বানাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা পরিদর্শন করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।