Nadia: বউয়ের সঙ্গে দেখা করতে দিল না শ্বশুরবাড়ির লোক, ভরা রাস্তায় যুবকের কীর্তিতে চোখ নামালেন প্রতিবেশীরা

Mahadeb Kundu | Edited By: সঞ্জয় পাইকার

Nov 18, 2024 | 10:41 PM

Nadia: সোমবার সকালে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ওই যুবক আবার রানাঘাটে তাঁর শ্বশুরবাড়িতে আসেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে এলে স্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়েই ওই যুবককে বাড়ি থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন। আর এর পরই মানসিক অবসাদে দোকান থেকে কীটনাশক কিনে সড়ক পাড়া নারকেলবাগান এলাকায় তা খেয়ে নেন।

Nadia: বউয়ের সঙ্গে দেখা করতে দিল না শ্বশুরবাড়ির লোক, ভরা রাস্তায় যুবকের কীর্তিতে চোখ নামালেন প্রতিবেশীরা
কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক

Follow Us

রানাঘাট: স্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। অপমানে রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। আর এই ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়াল রানাঘাট সড়ক পাড়ায়।

জানা গিয়েছে, সমুদ্রগড় এলাকার বাসিন্দা এক যুবকের স্ত্রী বেশ কিছুদিন আগে ঝগড়া করে রানাঘাট তালপুকুর পাড়া সংলগ্ন দাস পাড়ায় বাপের বাড়ি চলে আসেন। পরে স্বামী একাধিকবার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাইলেও রাজি হননি স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন।

সোমবার সকালে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ওই যুবক আবার রানাঘাটে তাঁর শ্বশুরবাড়িতে আসেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে এলে স্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়েই ওই যুবককে বাড়ি থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন। আর এর পরই মানসিক অবসাদে দোকান থেকে কীটনাশক কিনে সড়ক পাড়া নারকেলবাগান এলাকায় তা খেয়ে নেন।

রাস্তাতেই বমি করতে থাকেন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে রানাঘাট থানায় খবর দেন। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।

পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওই যুবক বলেন, “আমার বাবা-মার সঙ্গে থাকতে চাইত না স্ত্রী। তাই ঘর ভাড়া নিয়ে আমরা দু’জনে থাকতাম। তারপর স্ত্রীর বাবা-মা ওকে নিয়ে চলে আসে। আজকে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম।”

 

Next Article