AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Year Eve: নেই মাস্ক, কোভিড বিধি দূর-অস্ত, বর্ষবরণের রাতে শুধু উচ্ছ্বাসের ছবি

New Year Eve: শহর থেকে জেলা সর্বত্রই একই ছবি। পুলিশি নজরদারি এড়িয়েই চলছে উদযাপন।

| Edited By: | Updated on: Dec 31, 2021 | 11:20 PM
Share
করোনাকে থোড়াই কেয়ার। কোভিড বিধি শিকেয় তুলে বর্ষবরণে মাতল প্রায় সব জেলার মানুষ। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে জলপাইগুড়ি থেকে শুরু করে হাওড়া-হুগলি, সর্বত্রই দেখা গেল একই ছবি। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি নাইট ক্লাবগুলিতে উপচে পড়ছে ভিড়। নাচে গানে বর্ষবরণে সামিল কচিকাঁচা থেকে বয়স্করাও।

করোনাকে থোড়াই কেয়ার। কোভিড বিধি শিকেয় তুলে বর্ষবরণে মাতল প্রায় সব জেলার মানুষ। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে জলপাইগুড়ি থেকে শুরু করে হাওড়া-হুগলি, সর্বত্রই দেখা গেল একই ছবি। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি নাইট ক্লাবগুলিতে উপচে পড়ছে ভিড়। নাচে গানে বর্ষবরণে সামিল কচিকাঁচা থেকে বয়স্করাও।

1 / 5
কোভিডের গ্রাফ যখন চিন্তা বাড়াচ্ছে সরকারের, ঠিক তখনই জেলা প্রশাসনের নাকের ডগায় চলছে বর্ষবরণের উৎসব, সঙ্গে নাইট পার্টি। রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে কোভিড বিধির তোয়াক্কা না করেই চলছে সেলিব্রেশন। দু'হাজার টাকা প্রবেশমুল্যে ভিতরেই রাত পর্যন্ত সেলিব্রেশনের ছবি দেখা গেল। রয়েছে নৈশভোজের ব্যবস্থাও।

কোভিডের গ্রাফ যখন চিন্তা বাড়াচ্ছে সরকারের, ঠিক তখনই জেলা প্রশাসনের নাকের ডগায় চলছে বর্ষবরণের উৎসব, সঙ্গে নাইট পার্টি। রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে কোভিড বিধির তোয়াক্কা না করেই চলছে সেলিব্রেশন। দু'হাজার টাকা প্রবেশমুল্যে ভিতরেই রাত পর্যন্ত সেলিব্রেশনের ছবি দেখা গেল। রয়েছে নৈশভোজের ব্যবস্থাও।

2 / 5
কেন্দ্র ও রাজ্যের সরকার ও চিকিৎসকেরা যখন ওমিক্রন ও দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত রোধে একাধিকবার সাধারণকে সতর্ক থাকতে বলছেন, ঠিক তার বিপরীত পথে হেঁটে এই সেলিব্রেশন কী ভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছে।

কেন্দ্র ও রাজ্যের সরকার ও চিকিৎসকেরা যখন ওমিক্রন ও দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত রোধে একাধিকবার সাধারণকে সতর্ক থাকতে বলছেন, ঠিক তার বিপরীত পথে হেঁটে এই সেলিব্রেশন কী ভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছে।

3 / 5
বসিরহাট প্রান্তিকে চলছে সাড়ম্বরে বর্ষপূর্তি উদযাপন। ওমিক্রন তথা করোনা আতঙ্কেকে দূর করে একেবারে খোশমেজাজে বসিরহাট শহরবাসী।

বসিরহাট প্রান্তিকে চলছে সাড়ম্বরে বর্ষপূর্তি উদযাপন। ওমিক্রন তথা করোনা আতঙ্কেকে দূর করে একেবারে খোশমেজাজে বসিরহাট শহরবাসী।

4 / 5
জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন আমরা ইতিমধ্যে জেলা জুড়ে প্রচুর অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি। জেলার বিভিন্ন স্পটে চলছে নাকা চেকিং। আমরা সমস্ত যায়গায় নজরদারি চালাচ্ছি। কোভিড বিধি না মানলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন আমরা ইতিমধ্যে জেলা জুড়ে প্রচুর অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি। জেলার বিভিন্ন স্পটে চলছে নাকা চেকিং। আমরা সমস্ত যায়গায় নজরদারি চালাচ্ছি। কোভিড বিধি না মানলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

5 / 5