বনগাঁ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, ‘নোংরা’ কাজের পর সেই ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত মামা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত তাঁর সম্পর্কে ভাগ্নিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। সেই সময়ের ভিডিয়ো তুলে রেখে ওই নাবালিকাকে ভয় দেখিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে সে বলে দাবি। বিষয়টি নির্যাতিতার পরিবার জানতে পেরে ২০২৪ সালের জুলাই মাসে ২৩ তারিখে অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ মহিলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে কতকাল অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালত তোলা হয়।
এতদিন পর কেন অভিযোগ দায়ের? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মেয়ের সম্মানের কথা ভেবে প্রথমে পরিবার ভয় পেয়ে থাকতে পারে। শুধু তাই নয়, যেহেতু নির্যাতিতার পরিবার দাবি করছে, তাদের চেনা পরিচিত ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত সেই কারণে নিজেদের সম্মান রাক্ষার কথা ভেবে থানায় অভিযোগ জানায়নি প্রথমে। পরে যদিও সাহস করে তারা অভিযুক্তের বিরুদ্ধে সরব হন।