উত্তর ২৪ পরগনা: প্রস্রাব করা নিয়ে ঝামেলা। তাঁর জেরে খুন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে উত্তর ২৪ পরগনার বয়ড়া গ্রামে। ইতিমধ্য়েই এ ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতার নাম ফুলকুমারী খাঁ (৫৯)। তাঁকে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী নগেন হালদার ও তাঁর মেয়ে ঝুমুর হালদারকে।
স্থানীয় সূত্রে খবর, নগনের সঙ্গে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন থেকেই বিবাদ ছিল ফুলকুমারী দেবীর। তিনি নিজে বাড়িতে বিশেষভাবে সক্ষম ছেলে নিয়ে থাকতেন। কিন্তু, পাশের বাড়ির নগন হালদারদের সঙ্গে বরাবরই সম্পর্ক বিশেষ ভাল ছিল না। কিন্তু সেই বিবাদের রেশ যে একেবারে মৃত্যুতে গিয়ে থামবে তা ভাবতে পারছেন না কেউই।
এলাকার লোকজন জানাচ্ছেন ঘটনা শনিবার ভোররাতে। নগেন হালদারের বাড়ির পাশে প্রস্রাব করা নিয়ে ফুলকুমারী দেবীর সঙ্গে ঝামেলা হয় নগেনের। অভিযোগ তখনই মুগুর নিয়ে ফুলকুমারী দেবীর মাথায় আঘাত করা হয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন ফুলকুমারী দেবী। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরই বাগদা থানার পুলিশ নগেন হালদার ও তার মেয়ে ঝুমুর হালদারকে আটক করে। ফুলকুমারী দেবীর আত্মীয়রা ইতিমধ্যেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।