Abhishek Banerjee: ‘মতুয়া ঠাকুরবাড়ি কারও পৈত্রিক সম্পর্ক নয়’, ঠাকুরনগরে দাঁড়িয়ে শান্তনুকে তোপ অভিষেকের

Dipankar Das | Edited By: অংশুমান গোস্বামী

Jun 11, 2023 | 5:41 PM

Thakurnagar: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতেই সেখানে গিয়েছেন তিনি। তাঁর আগমন ঘিরে রবিবার সকাল থেকেই বিক্ষোভ হচ্ছে ঠাকুরনগরে। সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

Abhishek Banerjee: মতুয়া ঠাকুরবাড়ি কারও পৈত্রিক সম্পর্ক নয়, ঠাকুরনগরে দাঁড়িয়ে শান্তনুকে তোপ অভিষেকের
ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us

ঠাকুরনগর: রাজনৈতিক উত্তাপে তপ্ত উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়া ঠাকুরবাড়িতে গিয়েছেন। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতেই সেখানে গিয়েছেন তিনি। তাঁর আগমন ঘিরে রবিবার সকাল থেকেই বিক্ষোভ হচ্ছে ঠাকুরনগরে। সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের বিজেপি বিধায়করাও রয়েছেন সেই বিক্ষোভে। এই বিক্ষোভের মধ্যেই রবিবার সাড়ে তিনটের পর ঠাকুরবাড়িতে পৌঁছেছেন অভিষেক।

  1. শান্তনু ঠাকুর মতুয়াদের হয়ে লড়াইয়ের পরিবর্তে দিল্লির চাটুকারিতা, ক্রীতদাসত্ব করছে বলেও তোপ অভিষেকের। তৃণমূল মানুষের অধিকার নিয়ে লড়াই করে বলে দাবি তাঁর। আগামী দিনেও তা বজায় থাকবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
  2. ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য শান্তনুকে বিঁধে অভিষেক বলেছেন, “আমি আজ এসেছি পুজো দিতে। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দিয়ে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তুমি আমার সঙ্গে লড়াই করতে পারছ না, মহিলাদের আক্রমণ করছ। আগামী দিন যাঁরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে, তাদের পতন অবধারিত। আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, এখানে এসে বলুন কোন রাস্তা, কোন কল বাকি রয়েছে। আমি নিজের করে দেব। আমি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন। আপনি ধর্ম আপনার বাড়িতে করুন। ঠাকুরবাড়ি আপনার পৈত্রিক সম্পত্তি নয়। বড়মা বীণাপানি দেবী যতদিন বেঁচেছিলেন, তিনি যখন অসুস্থ সব ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমার কোনও রাজনৈতিক কর্মসূচি এখানে ছিল না। আমি পুজো দিতে এসেছি। উনি বলেছেন, আমি চলে যাওয়ার পর ঠাকুরবাড়ি গোবর জল দিয়ে ধোব। আমি তিন মাস অন্তর আসব। তুমি পরিষ্কার করো। আমি আবার আসব। তোমার দম থাকলে আটকিও। “
  3. কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, “শান্তনু ঠাকুর যেখানে থাকেন সেখানে জলের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বিক্ষোভ করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। কেউ যদি ভাবে গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের আন্দোলনকে সরিয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করব। তাঁকে বলব, এই ঠাকুরবাড়ি তাঁর পৈত্রিক সম্পত্তি নয়। মানুষের আবেগের, শ্রদ্ধার, প্রার্থনার জায়গা এই ঠাকুরবাড়ি। আমরা চাইলে ভেঙে দিয়ে ঢুকে যেতে পারব। কিন্তু আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না।”
  4. অভিষেক বলেছেন, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের লড়াই শিক্ষাকে হাতিয়ার করে সমাজের মধ্যে জাগরণ তৈরির চেষ্টা। যে অধ্যাবসায়, যে সংযম তাঁরা দেখিয়েছেন তা আজ কলুষিত করল শান্তনু ঠাকুর ও তাঁর গুণ্ডাবাহিনী। মানুষ যাতে এর জবাব দেয় সেই দায়িত্ব আমি মানুষকে দিয়ে যাব।
  5. ঠাকুরবাড়িতে এসে অভিষেক বলেছেন, “ঠাকুরবাড়িতে এসে পুজো দিয়েছি। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের পূণ্যভূমিতে এসে আগামী দিনে লড়াইয়ের শক্তি নিলাম। আমার কর্মসূচি রয়েছে হাবড়াতে। আমি এখানে পুজো দিতে এসেছি। কিন্তু সকাল থেকে মন্দির ঘিরে রয়েছে বিজেপির লোকজন। ওদের ২০০-২৫০ লোক রয়েছে। আমাদের পাঁচ হাজার। চাইলেই আমি গায়ের জোরে ঢুকতে পারি। কিন্তু ঠাকুরবাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এই মন্দির, এই মতুয়া ধাম কারও পৈত্রিক সম্পত্তি নয়। এর দ্বার সকলের জন্য খোলা।”
  6. ঠাকুরবাড়িতে পুজো দিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন অভিষেক।
  7. মতুয়া ভক্তরা কালো পতাকা নিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মন্দিরে ওঠার চেষ্টা করলে তাঁদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
  8. বিক্ষোভের জেরে বন্ধ করা হল ঠাকুরবাড়ি মন্দিরের দরজা।
  9. মতুয়াদের ২ পক্ষের মধ্য হাতাহাতি।
  10. অভিষেক পৌঁছনোর আগে ঠাকুরনগরে বিক্ষোভ। বিক্ষোভে সামিল বিজেপি।
Next Article