বসিরহাট: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি-র বিরুদ্ধে প্রচার করার উচিত ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে গিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। সেখানেই এই মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে অধীর বলেছেন, “একবারও মানুষকে বলেছেন বিজেপি-র বিরুদ্ধে ভোট দিন। অথচ বিজেপি-কে হারানো জরুরি। পাঁচ রাজ্যে বিজেপি হারলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র বিপর্যয় সুনিশ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল বিজেপি-কে পরাজিত করতে ভারতবর্ষের সেই সমস্ত মানুষের কাছে আবেদন করা। কিন্তু উনি করেননি।”
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস উল্লেখযোগ্য ফল করবে বলেও আশা অধীর চৌধুরীর। এ বিষয়ে তিনি বসিরহাটের জনসভায় বলেছেন, “সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে যে বিধানসভা ভোট হচ্ছে তাতে ওখানকার সাধারণ মানুষ বিজেপিকে সরাতে উদ্যত। শুধু সময়ের অপেক্ষা, পাঁচটা রাজ্যের মধ্যে চারটি রাজ্যে আমরা জিতছি। এই ফলাফল ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বিপদ। দিল্লি ভুলে গিয়ে তাই পাঁচ রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভোট প্রচারে গিয়েছেন। তাদের প্রচারের একটিই স্লোগান- মোদীকে ভোট দাও। বিজেপি চাইছে ভারতবর্ষের মন থেকে কংগ্রেসকে মুছে দাও। তাই সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি ভুলে গিয়ে মানুষকে একজোট হয়ে বিজেপি-সহ আরএসএস-কে পদচ্যুত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
দিঘায় জগন্নাথ মন্দির তৈরির প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তিনি। এ বিষয়ে অধীর বলেছেন, “উনি এখন দিঘাতে জগন্নাথ মন্দির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। মোদী যেমন রামমন্দির তৈরিতে ব্যস্ত। তেমন দিদি এখন দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত। দেশে কে হিন্দু বেশি তার প্রতিযোগিতা চলছে।” তৃণমূলের সমালোচনার পাশাপাশি বিজেপি-কে এ দিন তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ। তিনি বলেছেন, “মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে কিন্তু তা বাস্তবায়িত হয়নি। চন্দ্রযান নিয়ে বিজেপি নিজের ভোট প্রচার করেছে।” যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।