বারাসত: বুধবার সকাল থেকেই বনগাঁ-গাইঘাটা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ (NIA) গোয়েন্দারা। ওই সব এলাকার বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সঞ্জিব দে-কে গ্রেফতার করলেন তদন্তকারী আধিকারিকরা।
উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা এই সঞ্জীব দে। তাঁর বাড়িতে গতকাল মধ্য রাতেই হানা দিয়েছিলেন গোয়েন্দারা। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত চালানো হয় তল্লাশি। এনআইএ সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাড়ি থেকে অদূরেই ওই ব্যক্তির অফিস। গ্রেফতারির সময় যদিও তিনি কোনও রকম মুখ খোলেননি সাংবাদিকদের সামনে।
একই সঙ্গে আটক করা হয়েছে গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলায়। সেখানে অপর ব্যবসায়ী বিকাশ সরকারের বাড়িতেও হানা দেন আধিকারিকরা। এ দিন, সকালবেলাই ঘণ্টা খানেক তল্লাশি চলে ওই ব্যবসায়ীর বাড়িতে। এরপর তাঁকে আটক করে নিয়ে যান গোয়েন্দারা।
অপরদিকে, হাবড়া থানার বানীপুর হিরাপোল এলাকায় পৌঁছন এনআইএ আধিকারিকরা। সেখানে কিঙ্কর দাস নামে অপর এক ব্যবসায়ীর বাড়িতে যান। ওই ব্যবসায়ীর আদি বাড়ি বাংলাদেশে। প্রথমে জলের ব্যবসা ও পরে একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। পুজোর আগেই বৃন্দাবন ঘুরতে গিয়েছেন। বছর পাঁচেক আগে বাংলাদেশ থেকে এদেশে বাবা-মাকেও নিয়ে আসেন কিঙ্কর। তাঁরা বর্তমানে বাড়িতে নেই।