Agarpara: চাঁদার জুলুমে অতিষ্ঠ আগরপাড়ার আবাসিকরা, প্রতিবাদ করতেই ‘মারধর’ ক্লাবের ‘দাদাদের’, রেহাই পেলেন না সত্তর বছরের বৃদ্ধও

Agarpara: উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি ক্লাবের দুর্গাপুজোর চাঁদা কাটা হয় আগরপাড়ার একটি আবাসনের ঘটনা। অত্যাধিক পরিমাণে কাটা হয়েছে চাঁদা। কেন চাঁদার জন্য এত টাকা দিতে হবে? তার প্রতিবাদ করেন আবাসনের আবাসিকরা।

Agarpara: চাঁদার জুলুমে অতিষ্ঠ আগরপাড়ার আবাসিকরা, প্রতিবাদ করতেই 'মারধর' ক্লাবের 'দাদাদের', রেহাই পেলেন না সত্তর বছরের বৃদ্ধও
চাঁদার জুলুমImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 2:52 PM

আগরপাড়া: উত্তপ্ত আগরপাড়া। চাঁদার জুলুমে অতিষ্ঠ সেখানকার একটি আবাসনের স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করায় আবাসিক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ। আতঙ্কিত এলাকাবাসী। খড়দহ থানায় দায়ের হয়েছে অভিযোগ।

উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি ক্লাবের দুর্গাপুজোর চাঁদা কাটা হয় আগরপাড়ার একটি আবাসনের ঘটনা। অত্যাধিক পরিমাণে কাটা হয়েছে চাঁদা। কেন চাঁদার জন্য এত টাকা দিতে হবে? তার প্রতিবাদ করেন আবাসনের আবাসিকরা। অভিযোগ, চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় স্থানীয় মহাজাতি ক্লাবের সদস্যরা চড়াও হয় আবাসিকদের উপর। বৃদ্ধ মানুষ থেকে মহিলা মারধরের হাত থেকে রেহাই পায়নি কেউ বলে দাবি।

জানা যাচ্ছে, ঘটনায় বছর আশির এক বৃদ্ওধ আহত হয়েছেন। অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ঘটনায় জড়িত অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন। আবাসনের এক আবাসিক ভয়ে-ভয়ে সংবাদ মাধ্যমকে জানান, “পুজোর চাঁদা নিয়ে বচসা। আমার মেয়ে জামাই যখন বেরিয়েছে, তখন জোর জবরদস্তি করছে। তবুও ওরা গায়ের জোরে বলছে দিতেই হবে। আমার জামাইয়ের কলার চেপে ধরেছে। আমরা খুবই ভয়ে রয়েছি। সাধারণত চাঁদা নিতে আসে সন্ধেবেলায়। ওরা আসে রাতে। খুব ভয়ে আছি।”