আগাম ঘোষণা ছাড়াই ইন্টারভিউ বাতিল, বিক্ষোভ সামাল দিতে সাগর দত্ত মেডিক্যালে নামল র‌্যাফ

Feb 02, 2021 | 4:33 PM

মঙ্গলবার এখানে ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগের জন্য ওয়াক-ইন ছিল। আচমকাই তা বাতিল করা হয় বলে অভিযোগ।

আগাম ঘোষণা ছাড়াই ইন্টারভিউ বাতিল, বিক্ষোভ সামাল দিতে সাগর দত্ত মেডিক্যালে নামল র‌্যাফ
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ।

Follow Us

উত্তর ২৪ পরগনা: ল্যাব অ্যাটেনডেন্ট পদে নিয়োগের ইন্টারভিউ বাতিলের জের। পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হল সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল (Sagar Dutta Medical College Hospital)। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ। হাসপাতাল চত্বরে এমন কাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। বিভিন্ন ওয়ার্ডে এই গোলমালের খবর পৌঁছতেই উদ্বেগ ছড়ায় রোগীদের মধ্যেও।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার এখানে ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ ছিল। অভিযোগ, হঠাত্‍ই ইন্টারভিউ স্থগিত রাখার কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ততক্ষণে চাকরিপ্রার্থীদের লম্বা লাইন পড়ে গিয়েছে হাসপাতাল চত্বরে। শীতের সকালে বহু দূর থেকে হাজির হয়েছিলেন তাঁরা।

আচমকাই এই ঘোষণা শোনার পর ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। মুহূর্তে তুমুল হইচই শুরু হয় হাসপাতাল চত্বরে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগীর আত্মীয়রা। যে সমস্ত রোগী বাইরে ছিলেন, তাঁরাও ভয়ে, উদ্বেগে সিঁটিয়ে যান। পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রথমে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় তারা। এরপরই নামানো হয় র‌্যাফ। যদিও এ নিয়ে হাসপাতালের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Next Article