TMC: জয়নগরের পর এবার আমডাঙা, পঞ্চায়েতের প্রধান লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Nov 16, 2023 | 11:50 PM

TMC: ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। উঠেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। যদিও সে সব অভিযোগ নসাৎ করে দিয়েছেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তাঁর স্পষ্ট দাবি, এলাকায় কোনও গোষ্ঠীকোন্দলেন বিষয় নেই।

TMC: জয়নগরের পর এবার আমডাঙা, পঞ্চায়েতের প্রধান লক্ষ্য করে বোমা মারার অভিযোগ
শোরগোল এলাকার রাজনৈতিক মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আমডাঙা: জয়নগরে তৃণমূল নেতা খুন রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। ইতিমধ্যে আনিসুর লস্কর নামে এক সিপিএম নেতা-সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তপ্ত আমডাঙা। আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে আমডাঙা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল। তাঁকে শুরুতে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থার অবনতি হাওয়ায় বারাসতে পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, এদিন সন্ধ্যাবেলা কামদেবপুর হাটে ছিলেন রূপচাঁদ। আচমকা সেই সময় তাঁর কাছে একটা ফোন আসে। ফোন পাওয়া মাত্রই তিনি রাস্তা পার হতে যান। অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁকে উদ্দেশ্য করে বোমা ছোড়েন। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনায় শুরুতেই  ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাবি করছেন হাসপাতালে নিয়ে আসার পরই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু, পুলিশ-প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি বেশ কিছুক্ষণ। পরবর্তীতে জানা যায় মারা গিয়েছেন ওই তৃণমূল নেতা। 

ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। উঠেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। যদিও সে সব অভিযোগ নসাৎ করে দিয়েছেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তাঁর স্পষ্ট দাবি, এলাকায় কোনও গোষ্ঠীকোন্দলেন বিষয় নেই। কিন্তু, কেন তাঁকে বোমা মারা হল সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

Next Article