North 24 Pargana: রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, পিচ তুলে দেগঙ্গায় তুমুল বিক্ষোভ এলাকাবাসীর

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Nov 26, 2023 | 8:47 AM

North 24 Pargana: এ বিষয়ে শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ। তার দাবি, গোটা রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েতগুলিতে কন্ট্রাক্টাররা চাপে পড়েছেন। রাস্তা নির্মাণের যে বরাত নিচ্ছেন কন্ট্রাক্টরেরা, তা থেকে তৃণমূলের নিচুতলা থেকে উপরতলার নেতাদের কাটমানি দিতে হচ্ছে।

North 24 Pargana: রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, পিচ তুলে দেগঙ্গায় তুমুল বিক্ষোভ এলাকাবাসীর
ক্ষোভের বাতাবরণ গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দেগঙ্গা: পিচের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। বন্ধ করে দেওয়া হল রাস্তার কাজ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌরাশি ফুটবল খেলার মাঠ থেকে শ্মশানঘাট পর্যন্ত পিচের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামে একই রাস্তার কাজ হয়ছে সুন্দরভাবে কিন্তু এই গ্রামে রাস্তার কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে। তার উপর দিয়ে কোন ট্রাক চলে গেলে সঙ্গে সঙ্গে পিচ উঠে যাচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে দেখাতে রাস্তার পিচও তুলে ফেলেন। দুর্নীতিমুক্ত রাস্তা করতে হবে, না হলে কাজ করতে দেব না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। 

এ বিষয়ে শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ। তার দাবি, গোটা রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েতগুলিতে কন্ট্রাক্টাররা চাপে পড়েছেন। রাস্তা নির্মাণের যে বরাত নিচ্ছেন কন্ট্রাক্টরেরা, তা থেকে তৃণমূলের নিচুতলা থেকে উপরতলার নেতাদের কাটমানি দিতে হচ্ছে। ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী করতে ব্যবহার বাধ্য হচ্ছেন ঠিকাদাররা। যতদিন ধরে  তৃণমূলের রাজত্ব চলবে ততদিন এই ধরনের দুর্নীতি ঘটেই চলবে। 

অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন চৌরাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল, তাঁর দাবি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তা হচ্ছে। গ্রামবাসীরা যে অভিযোগ করেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিজেপির কটাক্ষ তৃণমূল গুরুত্ব দেয় না। তাঁরা পাগলের প্রলাপ বকছেন বলে দাবি তৃণমূল প্রধান। তবে এই রাস্তায় কোন দুর্নীতি হয়নি বলেই তাঁর স্পষ্ট। 

Next Article