AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh on Bratya Basu: ‘আমি থাকলে ব্রাত্যকে ফেলে পেটাতাম’, অর্জুনের গলায় হুঁশিয়ারি

Arjun Singh on Bratya Basu: গত সোমবার মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনা। এরপর সরব হয় তৃণমূল। ছুটে যান মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার বিধানসভার অধিবেশনে, সেই ঘটনাকে ১৯৭১ সালে বাংলাদেশে পাক সেনাবাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করেন ব্রাত্য। এই মন্তব্যেই ক্ষুব্ধ অর্জুন।

Arjun Singh on Bratya Basu: 'আমি থাকলে ব্রাত্যকে ফেলে পেটাতাম', অর্জুনের গলায় হুঁশিয়ারি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 9:49 PM
Share

ব্যারাকপুর: ‘ব্রাত্য বসুকে ফেলে পেটানো দরকার ছিল। আমি যদি বিধান সভায় থাকতাম, তাহলে ফেলে পেটাতাম।’ রাজ্য়ের শিক্ষামন্ত্রীকে ঠিক এই ভাষাতেই কার্যত হুঁশিয়ারি দিলেন বিজেপি অর্জুন সিং। ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা করা উচিত হয়নি বলেই মন্তব্য় অর্জুনের। গত সোমবার মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনা। এরপর সরব হয় তৃণমূল। ছুটে যান মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার বিধানসভার অধিবেশনে, সেই ঘটনাকে ১৯৭১ সালে বাংলাদেশে পাক সেনাবাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করেন ব্রাত্য। এই মন্তব্যেই ক্ষুব্ধ অর্জুন।

“গতকাল (সোমবার) সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চকে ভেঙেছে, সেভাবে ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তান আর্মি খুন করেছিল বাংলাদেশকে।” এরপরই বিধানসভায় স্লোগান ওঠে বিজেপির তরফে। ওয়াকউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। আর সেই প্রসঙ্গেই অর্জুন সিং বললেন, “আমি যদি বিধানসভায় থাকতাম, তাহলে ব্রাত্য বসুকে বিধানসভার মধ্যে ফেলে পেটাতাম। দেশের বিরুদ্ধে কথা বলে কী করে পার পেয়ে যায়, তা দেখে নিতাম।”

অর্জুন সিং-এর বক্তব্য, “বাংলাদেশের সঙ্গে এভাবে ভারতের তুলনা করা ঠিক নয়, বাংলাদেশ তো জন্মই দিয়েছে ভারত।”

তবে তৃণমূলের বক্তব্য, এসব আসলে তৃণমূলে আসারই ইঙ্গিত। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, “অর্জুন সিং-এর ট্র্যাক রেকর্ড বলছে, তিনি যাঁকেই এভাবে আক্রমণ করেন, কয়েকদিন পর তাঁকেই নিজের নেতা বলে মেনে নেন। তাই এভাবে আক্রমণ করে তিনি বুঝিয়ে দিলেন, অর্জুন সিং কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানাবেন।”