মাটিয়া: নিয়মের বালাই নেই। যাত্রীবোঝাই করে হু হু করে ছুটছিল অটো। সরু রাস্তায় ঢুকতেই বিপত্তি। মুখোমুখি সংঘর্ষ হল অটোর সঙ্গে মিনি ট্রাকের। নিমেষেই অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। রাস্তায় কার্যত তালগোল পাকিয়ে যায়। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার অন্তর্ভুক্ত চৈতা এলাকায়। রবিবার রাতে দ্রুতগতিতে যাচ্ছিল অটো। নির্দিষ্ট যাত্রীর তুলনায় অনেক বেশি যাত্রী ছিল অটোয়। পিছনের রড ধরে ঝুলছিলেন অনেকে। এদিকে, উল্টোদিক থেকে সেই সময়ই আসছিল মিনি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও অটোর।
#WATCH: অতি গতিতে অটো আসছিল, সামনে হঠাৎ ট্রাক! রাস্তায় পড়েছিল স্টোনচিপস, পাশ কাটিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। বসিরহাটের মাটিয়ায় অটো এবং মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত ১০, আশঙ্কাজনক ৩। কলকাতায় তাঁদের আনা হলেও বাকিরা ভর্তি বসিরহাট হাসপাতালে।
WATCH LIVE:… pic.twitter.com/99EQVDdwxH
— TV9 Bangla (@Tv9_Bangla) November 11, 2024
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টোদিক থেকে মিনি ট্রাক আসতে দেখেই জোরে ব্রেক কষে অটোটি। তারফলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এদিকে, রাস্তার ধারে পড়েছিল ইট-পাথরের স্তূপ। তাতেই ধাক্কা লেগে অটোটি মিনি ট্রাকের দিকে ঝুঁকে যায় এবং ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন অটোর যাত্রীরা।
দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁরা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে।