Bangladesh News: ‘লিচু বাগানে রাত কাটিয়েছি, ওরা এখন লিস্ট বানাচ্ছে…’, বাংলাদেশ থেকে দত্তপুকুরে পালিয়ে এলেন আওয়ামী লিগের নেতা

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 06, 2024 | 3:04 PM

Duttapukur: বিশ্বজিৎবাবুর বাড়ি বাংলাদেশের কচুয়া বাগেরহাটে। তাঁর অভিযোগ, বিএনপি-র নেতারা নাকি নামের লিস্ট তৈরি করেছেন। ফলে তাঁরা পালিয়ে না এলে প্রাণে মারা যাবেন। ওই ব্যক্তিই জানালেন, আশপাশের বেশ কতগুলি দোকান ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে। ভাঙা হয়েছে বাড়িও। বিশাল সমস্যায় রয়েছেন তাঁরা।

Bangladesh News: লিচু বাগানে রাত কাটিয়েছি, ওরা এখন লিস্ট বানাচ্ছে..., বাংলাদেশ থেকে দত্তপুকুরে পালিয়ে এলেন আওয়ামী লিগের নেতা
বিশ্বজিৎ সাহা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দত্তপুকুর: উত্তাল বাংলাদেশ। অভিযোগ আসছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই বেছে বেছে আওয়ামী লীগের নেতৃত্বের উপর আক্রমণ করা হচ্ছে। ভয়ে-আতঙ্কে তাঁরা লুকিয়ে নয়ত পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তেমনই আওয়ামী লিগের নেতা বিশ্বজিৎ সাহা। গতকালের ঘটনার পর প্রাণ বাঁচাতে লুকিয়ে ছিলেন লিচু বাগানে। আজ কোনও ক্রমে পেট্রাপোল সীমান্ত দিয়ে পালিয়ে এসেছেন ভারতে। উঠেছেন দত্তপুকুরে নিজের এক আত্মীয় বাড়িতে।

বিশ্বজিৎবাবুর বাড়ি বাংলাদেশের কচুয়া বাগেরহাটে। তাঁর অভিযোগ, বিএনপি-র নেতারা নাকি নামের লিস্ট তৈরি করেছেন। ফলে তাঁরা পালিয়ে না এলে প্রাণে মারা যাবেন। ওই ব্যক্তিই জানালেন, আশপাশের বেশ কতগুলি দোকান ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে। ভাঙা হয়েছে বাড়িও। বিশাল সমস্যায় রয়েছেন তাঁরা।

বিশ্বজিৎ সাহা বলেন, “সরকার পড়ে গিয়েছে। এখন ওরা বিএনপি ও জামাতরা মনে করছে ওরা ক্ষমতায় চলে এসেছে। সেনাবাহিনী কোনও কাজ করছে না। নীরব ভূমিকা পালন করছে। আমি আওয়ামী লিগ করলেও তত বড় নেতা নই। রাজনীতি থেকে এখন বিরত।” তিনি আরও বলেন, “আমার ছেলে ফোন করে বলছে বাবা আজ থেকো না। চলে যাও। আজ গাড়ি না চললেও আমি বেরিয়ে চলে এসেছি। প্রাণে বাঁচতেই এসেছি। আজ রাতে বেশি তাণ্ডব করেছি। গতকাল আমি বাগানে লুকিয়ে রয়েছি। আমার দত্তপুকুরে কাকাতো বোনের বাড়ি রয়েছে।”

Next Article