Bangladesh: পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে হবে! কোন পথে লড়াই? নতুন স্ট্যাটেজির পক্ষে সওয়াল

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2024 | 4:44 PM

Bangladesh: এরপরই বিস্ফোরক দাবি করেছেন মিঠুন। তিনি বলেন, "আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভাল নয়, আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসঙ্গে লড়তে হবে, যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যত অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।"

Bangladesh: পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে হবে! কোন পথে লড়াই? নতুন স্ট্যাটেজির পক্ষে সওয়াল
বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে: মিঠুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

 উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে তৎপর এবাংলার প্রশাসনও। বাংলাদেশে হিন্দু নিপীড়ণের খবর নিত্য সামনে আসছে। এই পরিস্থিতিতেই বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গকে শিক্ষা নিতে হবে বলে দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বললেন, “যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভাল নয়, আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসঙ্গে লড়তে হবে। যদি না লড়ি, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।” বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী।

কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়া সদস্যতা টার্গেট পূরণ করতে ,দেগঙ্গা বিধানসভার কলসুরগ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী । অভিনেতাকে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময়েই বাংলাদেশের কথা বলেন মিঠুন। তখনই বলেন, “বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে। একটা চক্র সক্রিয়। এর দায় সরকারের । জাল আধার,পাসপোর্ট উদ্ধার হচ্ছে,  এটা আমি অনেক আগেই বলেছি।” প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশিরা বৈধ নথি নিয়ে বাংলায় ঢুকে অনায়াসে ভারতীয় ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলছেন। আর তাতে মদত রয়েছে বাংলারই প্রশাসনের নীচু তলার কর্মীদের একাংশের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। আর সেই বিষয়টি তুলে ধরেই বলেন, “আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভাল নয়, আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসঙ্গে লড়তে হবে, যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যত অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।”

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার একের পর এক ঘটনা সামনে আসছে। আন্তর্জাতিক মহলেও সেই নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে। দেশে ইসলামি কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে দাবি করলেন বিজেপি নেতা।

Next Article