নিরুপায় বাংলাদেশি হিন্দুরা, প্রাণে বাঁচতে শয়ে শয়ে ধর্ম বদলাতে ছুটছে! বিস্ফোরক অভিযোগ

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2024 | 11:45 PM

Bangladeshi Hindu: ক্ষমতা না থাকা সত্ত্বেও ভারতের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে কেন উস্কানি দিচ্ছে বাংলাদেশ, সেই প্রশ্নও তোলেন পরমাত্মানন্দজী।

নিরুপায় বাংলাদেশি হিন্দুরা, প্রাণে বাঁচতে শয়ে শয়ে ধর্ম বদলাতে ছুটছে! বিস্ফোরক অভিযোগ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিশ্বের ইতিহাসে একটা লজ্জার অধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এমনটা বললেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজী মহারাজ। তিনি বললেন, “হিন্দুদের ওপর প্রতি মুহূর্তে যে ভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে, তাতে আর বাংলাদেশকে বাংলাদেশ বলা যাচ্ছে না। ওটা একটা হামলা দেশ।” তাঁর অভিযোগ, জোর করে ধর্মান্তরিত হতে বাধ্য করা হচ্ছে বাংলাদেশে। এমনই খবর পৌঁছেছে তাঁর কাছে।

TV9 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হয়েছে। মহিলাদের ওপর অত্যাচার চলছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আর সেই সব থেকে বাঁচতে অনেকে ধর্মান্তরিত হচ্ছেন বলে দাবি পরমাত্মানন্দজীর।

তিনি দাবি করেছেন, বাংলাদেশের নিরীহ হিন্দুরা, যাঁদের ক্ষমতা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, তাঁরা প্রাণ বাঁচানোর দায়ে ধর্মান্তরিত হচ্ছেন। কোর্টে গিয়ে শয়ে শয়ে মানুষ ধর্মান্তরিত হওয়ার আবেদন জানাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। পরমাত্মানন্দজী বলেন, “এটা ন্যক্কারজনক ঘটনা। বাংলাদেশের সঙ্গে আমাদের অন্তরের যোগাযোগ।”

ক্ষমতা না থাকা সত্ত্বেও ভারতের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে কেন উস্কানি দিচ্ছে বাংলাদেশ, সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, “যে দেশ আলু-পেঁয়াজ ফলাতে পারে না, রফতানি বন্ধ হলে যারা না খেয়ে মরে যাবে, তাদের এই বাড়বাড়ন্ত দেখে, একটাই কথা বলতে ইচ্ছা করে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে।”

Next Article