উত্তর ২৪ পরগনা: বাবা-মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা ছিল। প্রতিবেশীরাও সে কথা জানতেন। কিন্তু ছেলে যে এমন কিছু করতে পারে, তা কখনই ভাবেননি তাঁরাও। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মা, এমনকি বোনকেও মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাগান এলাকার ঘটনা। কাঠগড়ায় বিজেপি নেতা। বরানগরের বিজেপি নেতা বাবলু দে’র বিরুদ্ধে বাবা-মা ও বোনের ওপর অত্যাচার করার অভিযোগ উঠল।
ঘটনায় ব্যাপক আতঙ্কিত বৃদ্ধ বাবা-মা। বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছে বৃদ্ধ বাবা মা। অবশেষে ছেলের বিরুদ্ধে বাবা মা বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত বিজেপি নেতা বাবলু দে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বাবলু দে’র বাড়িতে নিত্য অশান্তি হত। বাবা-মায়ের সঙ্গেই অশান্তি করতেন বাবলু। প্রতিবেশীরা নিত্য অশান্তির কথা জানলেও একান্ত পারিবারিক বিবাদ ভেবে তাতে নাক গলাননি। অভিযোগ, ইদানীং তা মাত্রা ছাড়া হয়ে যায়। কিছুদিন আগে বাবা-মা ও বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় বলে অভিযোগ।
নিগৃহীত বাবার বক্তব্য, “বাড়ির জন্য অত্যাচার করছে, মারধর করছে। খাবার দেয় না। এমনকি জল পর্যন্ত দেয় না। ওর বক্তব্য, বাড়িটা ওর নামে লিখে দিতে হবে।” তবে তাঁর বক্তব্য, কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। কারণ তাঁর বক্তব্য পারিবারিক বিবাদে তাঁরা জড়াবেন না।
যেহেতু নাম জড়িয়েছে এলাকার বিজেপি নেতার, অস্বস্তিতে দলও। ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুপী বিশ্বাস বলেন, “বিজেপি নেতা বাবলু দে অন্যায় কাজ করেছে। পুলিশ প্রশাসন তাঁর কাজ করবে।” পাশাপাশি বাবা-মাকে এইভাবে মারধরের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিজেপি নেতা কিশোর কর। তিনি বলেন, “যে কোনও দল করুক না কেন মা-বাবাকে মারধর করা একদম উচিত নয়। এটা সামাজিক অবক্ষয়। এই ধরনের ঘটনা কেউই সমর্থন করবে না।” প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।