Barasat: স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, আটক হোমগার্ড
Barasat: মাত্র চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছিল। তবে বিয়ের মাত্র এক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। স্ত্রীর পরিবারের অভিযোগ, স্বামী এবং তাঁর পরিবার তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন।

উত্তর ২৪ পরগনা: অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। বারাসত থানায় অভিযোগ দায়ের । মধ্যমগ্রামে এক অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশ জানিয়েছে, নাসরিন সুলতানা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে নাজমুল হুদা ও নাসরিন সুলতানার বিয়ে হয়েছিল। তবে বিয়ের মাত্র এক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। স্ত্রীর পরিবারের অভিযোগ, স্বামী এবং তাঁর পরিবার তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন।
এই অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছয়, যে শেষ পর্যন্ত স্ত্রীকে হত্যা করে তার দেহ ঝুলিয়ে রাখা হয়, যা দেখে প্রথমে আত্মহত্যার আশঙ্কা করা হলেও পরিবারের সদস্যরা তা মানতে নারাজ।
পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে স্বামীকে আটক করা হয়েছে। মৃতদেশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

