বসিরহাট: ইছামতী থেকে ভাসান দেখে ফেরার পথে মৃত্যু। বাইকে যাওয়ার পথে চেকপোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু তিন যুবকের। বসিরহাটের স্বরূপনগর থানার গোকুলপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের বয়স আঠারো থেকে তেইশের কাছাকাছি। তাঁদের বাড়ি বাদুড়িয়া থানার আটুরিয়া দাসপাড়া গ্রামে। মৃতদের নাম রাজেশ দাস (১৮), শুভঙ্কর দাস (২০), ও সহদেব দাস (২৩)।
জানা গিয়েছে, ওই তিনজন যুবক হেলমেটহীন অবস্থায় তেঁতুলিয়ায় ইছামতি নদীতে বিসর্জন দেখতে যাচ্ছিল। সেই সময় স্বরূপনগর থানার গোকুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিন পোস্টে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় গুরুতর জখম হয় ওই তিনজন যুবক। দ্রুত স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই তিনজন বাইক আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না। তার উপরে গাড়ির গতিবেগ ছিল অত্যন্ত বেশি। ঘটনায় আটুরিয়া দাসপাড়া গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।