Basirhat: গাড়ির ট্যাঙ্কিতে ভরা ছিল… সীমান্তে পৌঁছতেই পড়ল ধরা
Basirhat: মঙ্গলবার রাতে একটি চারচাকা গাড়ির হাকিমপুর সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় ওই গাড়ির গতিবিধি দেখে বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়।

বসিরহাট: গাড়ির ট্যাঙ্কির ভিতর রুপোর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা। পাচারকারীকে হাতেনাতে ধরল বিএসএফ। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। অভিনব পদ্ধতিতে ২৭ লক্ষ টাকার রুপোর গয়না পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। বিএসএফের জালে আটক। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি চারচাকা গাড়ির হাকিমপুর সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় ওই গাড়ির গতিবিধি দেখে বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়। তারপর ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় বিএসএফ আধিকারিকরা।
গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতর থেকে বিপুল পরিমাণে রুপোর গয়না উদ্ধার হয়। উদ্ধার হওয়া রুপোর গয়নার পরিমাণ ২৭ কিলো ৩৭২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ ৩৭ হাজার টাকা। বিএসএফের জেরায় ওই পাচারকারী স্বীকার করে নেয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সে গাড়ির ট্যাঙ্কিতে করে ওই বিপুল পরিমাণ গয়না নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া গাড়ি, রুপোর গয়না-সহ পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
