বসিরহাট: নিয়োগ দুর্নীতি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার একাধিক অভিযোগ সামনে এসেছে। এই আবহেই এক নয়া প্রতারণা। স্বাস্থ্য জেলার বিভিন্ন খাতের ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্বাস্থ্য় জেলারই হিসাবরক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বসিরহাট স্বাস্থ্য জেলায় গত এক বছর ধরে দফতরের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা এসেছে দফতরের তহবিলে। আর সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দফতরের হিসেব রক্ষক কাজী আব্দুল মাজিদের বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই বসিরহাট স্বাস্থ্য জেলার অ্যাকাউন্ট অফিসার অমিত মণ্ডল, সোমবার রাতে বসিরহাট থানায় অভিযোগ করেন ওই হিসেবরক্ষকের বিরুদ্ধে।
গত এক বছর ধরে ধাপে ধাপে অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ২২ লক্ষ টাকা তুলে নিয়েছে কাজী আব্দুল মাজিদ। জানা গিয়েছে, সোমবার দুপুরে বসিরহাট স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তহবিলের হিসাব মেলাচ্ছিলেন। সেই সময় বেশ কয়েক লক্ষ টাকার হিসাব খাতায় মিল পাওয়া যাচ্ছিল না। তখনই জানা যায়, খোদ বসিরহাট স্বাস্থ্য জেলার হিসাবরক্ষক কাজী আব্দুল মাজিদ ২২ লক্ষ টাকা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। অভিযোগ, গত এক বছর ধরে চলছিল এই কাজ। বসিরহাট স্বাস্থ্য জেলার অ্যাকাউন্ট অফিসারের অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ কাজী আব্দুল মাজিদকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্যজেলার আধিকারিকরাও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের বক্তব্য, এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবে।