Sandeshkhali: যা অভিযোগ পুলিশ ক্যাম্পে জানান, বার্তা বসিরহাটের এসপির

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 24, 2024 | 11:29 PM

Sandeshkhali: পুলিশসুপার হাসান মেহেদী রহমান বলেন, সন্দেশখালিবাসীর কাছে পুলিশের তরফে আবেদন তাঁরা যেন পুলিশ ক্যাম্পে, জেলা প্রশাসনের ক্যাম্পে বা থানায় লিখিত অভিযোগ জানান। বলেন, "ক্যাম্প ঘিরে মানুষের ভালই সাড়া মিলেছে। সমস্ত অভিযোগ এলে তা জানানো হবে।"

Sandeshkhali: যা অভিযোগ পুলিশ ক্যাম্পে জানান, বার্তা  বসিরহাটের এসপির
বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদী রহমান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে এখনও উত্তপ্ত সন্দেশখালি। যদিও শনিবার বসিরহাট জেলা পুলিশসুপার হাসান মেহেদী রহমান সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার নতুন করে কোনও ঘটনা ঘটেনি। বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন ক্যাম্প করছে। পুলিশের তরফেও ক্যাম্প করা হয়েছে। পুলিশসুপার বলেন, “বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেগুলো খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেব।”

পুলিশসুপার হাসান মেহেদী রহমান বলেন, সন্দেশখালিবাসীর কাছে পুলিশের তরফে আবেদন তাঁরা যেন পুলিশ ক্যাম্পে, জেলা প্রশাসনের ক্যাম্পে বা থানায় লিখিত অভিযোগ জানান। বলেন, “ক্যাম্প ঘিরে মানুষের ভালই সাড়া মিলেছে। সমস্ত অভিযোগ এলে তা জানানো হবে।” একইসঙ্গে পুলিশসুপার জানান, এখনও অবধি ৯ জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। বাকি জমি মাপজোকের কাজ করছে জেলা প্রশাসন।

শনিবারই সন্দেশখালি গিয়েছিলেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। মহিলাদের মুখ থেকেও নানা অভিযোগ শোনেন। তাঁরা আশ্বস্ত করেছেন, কোনও অপরাধীই ছাড় পাবে না। একইসঙ্গে জমি দখল, ভেড়ি দখলের মতো যে সমস্ত অভিযোগ সন্দেশখালির মানুষ তুলছেন, প্রশাসন তা গুরুত্ব দিয়েই সমাধান করবে বলেও জানিয়েছেন মন্ত্রীরা।

Next Article