Tilottama: কেন সেদিন শহরে এসেও তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করলেন না শাহ? মুখ খুললেন অগ্নিমিত্রা

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2024 | 9:08 AM

Agnimitra Paul: বুধবার সন্ধে নাগাদ তিলোত্তমার বাবার ডাকে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা, কৌস্তভ বাগচীরা। তেমনটাই দাবি বিজেপি নেত্রীর। পরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেই সময় অমিত শাহকে ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক বলেন, "উনি সময় পাননি দেখা করার। ১৯ ঘণ্টা হয়ত ছিলেন এখানে তবে সময় ছিল না হাতে একদম। দেড়টায় সময় হোটেলে ঢুকেছেন।

Tilottama: কেন সেদিন শহরে এসেও তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করলেন না শাহ? মুখ খুললেন অগ্নিমিত্রা
কী বললেন অগ্নিমিত্রা?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যারাকপুর: রবিবার শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে পেট্রাপোলে পরে সল্টলেকে যান তিনি। প্রায় ১৯ ঘণ্টার কাছাকাছি এ শহরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, তিনি হয়ত দেখা করতে পারেন তিলোত্তমার মা-বাবার সঙ্গে। তবে তা হয়নি। তারপর থেকেই রাজনীতির অলিতে-গলিতেও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন দেখা করলেন না অমিত শাহ? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

বুধবার সন্ধে নাগাদ তিলোত্তমার বাবার ডাকে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা, কৌস্তভ বাগচীরা। তেমনটাই দাবি বিজেপি নেত্রীর। পরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেই সময় অমিত শাহকে ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক বলেন, “উনি সময় পাননি দেখা করার। ১৯ ঘণ্টা হয়ত ছিলেন এখানে তবে সময় ছিল না হাতে একদম। দেড়টায় সময় হোটেলে ঢুকেছেন। পরের দিন পেট্রাপোল, এরপর পার্টির অনুষ্ঠানে সল্টলেক আর তারপরই চলে গিয়েছেন। আসলে আমাদের মনের শান্তির জন্য আর দাদা-দিদির (তিলোত্তমার মা-বাবা) শান্তির জন্য বলছিলাম।” একই সঙ্গে অগ্নিমিত্রা বলেন, “আর এই বিষয়টির তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টে। এখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলার বা করার কিছু নেই। দিদির পাশাপাশি দেখা করার জন্য আমিও অমিত শাহকে চিঠি দিয়েছে। এটা মানসিক শান্তি।”

বস্তুত, এর আগে তিলোত্তমার ন্যায় বিচার ও বিভিন্ন দাবি জানিয়ে চিকিৎসকরা যখন কর্ম বিরতি চালাচ্ছিলেন সেই সময়ও শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রী জেপি নাড্ডা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তিনি হয়ত যেতে পারেন চিকিৎসকদের মঞ্চে। কিন্তু তখনও যাননি তিনি। এরপর রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীও না যাওয়ায় উঠছিল প্রশ্ন। শুধু তাই নয়, বক্তব্য রাখার সময় আরজি কর নিয়ে মাত্রা এক লাইন বক্তৃতা রাখেন তিনি। কিন্তু কেন? সেই সকল অবস্থানই এ দিন স্পষ্ট করলেন অগ্নিমিত্রা।

Next Article