Dilip Ghosh: ‘বুথে কর্মী নেই, অনেকে দায়িত্বও পালন করছেন না’, দল নিয়ে আক্ষেপ দিলীপের

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 23, 2023 | 10:56 AM

Dilip Ghosh: তিনি বলেন, "আগামী লোকসভাতে কী কাজ করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কী দুর্বলতা আছে তা নিয়ে বলেছি।"

Dilip Ghosh: বুথে কর্মী নেই, অনেকে দায়িত্বও পালন করছেন না,  দল নিয়ে আক্ষেপ দিলীপের
দিলীপ ঘোষের অভিযোগ

Follow Us

ব্যারাকপুর: দল নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গলায় ঝরে পড়ল আক্ষেপের সুর। রবিবার বিজেপি-র একটি বৈঠকে দলের বর্তমান অবস্থা নিয়ে খেদ প্রকাশ করেন তিনি। অভিযোগ করে বলেন যে, অঞ্চল কমিটি হয়েছে কিন্তু লোক নেই। তাঁর সংযোজন,দলের মোর্চাগুলিকে কাজে লাগানো হচ্ছে না। মূল দলের সঙ্গে তাঁদের কোনও বোঝাপড়া নেই। গতকালের অভিযোগের রেশ বজায় রেখে সোমবারও একই অভিযোগে সরব হলেন দিলীপ।

এ দিন বিজেপি নেতা অভিযোগ করেন যে, পরিবর্তনের পর যাঁদের দলের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা ঠিক মতো কাজ করছে না। বুথ স্তরে আগের মতো কর্মী সংখ্যা নেই। তিনি বলেন, “আগামী লোকসভাতে কী কাজ করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কী দুর্বলতা আছে তা নিয়ে বলেছি। বিধানসভার সময় আমরা যেভাবে বুথে যে সংখ্যক কর্মী পেয়েছিলাম সেই সংখ্যক কর্মী পাচ্ছি না। পরিবর্তনের পর নতুন যাঁরা দায়িত্বে এসেছিলেন এবং যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা সেই কাজ করেননি।”

গতকালও সরব হন দিলীপ। বলেন, “দলের সংগঠন কাগজে-কলমে হচ্ছে। মণ্ডল স্তরে সংগঠন নেই। অঞ্চল কমিটি হয়েছে। কিন্তু লোক নেই।” তাঁর , জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক ডাকলে চার-পাঁচ জনের বেশি উপস্থিত থাকেন না।

সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা নির্বাচন। জমি শক্ত করতে মাঠে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল ইতিমধ্যেই দলের গোষ্ঠী কোন্দল থামাতে ও দলে কর্মীদের অভাব অভিযোগ থামাতে মাঠে নেমে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি পালন করছে। কর্মীদের কড়া বার্তাও দিয়েছেন সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যের প্রধান বিরোধী দলের সংগঠনের ‘বেহাল’ দশা নিয়ে ক্ষোভের সুর ঝরে পড়ল দিলীপ ঘোষের গলায়।

Next Article