Bongaon: বাড়ি করতে বাধা, অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ‘হেনস্থা’ ভাইঝির

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 08, 2024 | 9:23 PM

Bongaon: প্রাক্তন শিক্ষিকার বক্তব্য, বর্তমানে তিনি ভাড়া বাড়িতে থাকেন। সেখানে গিয়েও অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ। এরই মধ্যে প্রতিবেশী এক যুবক পিসির পক্ষে কথা বলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন ভাইজি, দাবি সুনীতির। 

Bongaon: বাড়ি করতে বাধা, অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে হেনস্থা ভাইঝির
বনগাঁ থানায় অভিযোগ দায়ের
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  অবসরপ্রাপ্ত পিসিকে বাড়ি করতে বাধা দেওয়ার অভিযোগ ভাইজির বিরুদ্ধে। দুটি পৃথক অভিযোগে গ্রেফতার ২। উত্তর ২৪ পরগনার সুভাষপল্লি এলাকার বাসিন্দা বছর সত্তরের সুনীতি প্রাক্তন শিক্ষিকা। ছোটবেলা থেকে ভাইজিকে মানুষ করেছেন । অভিযোগ, এখন তাঁর বাড়ির সংস্কার করতে গেলে বাধা দিচ্ছে তার ভাইজি শতরূপা নাথ। তাঁকে নির্যাতন করছেন বলেও অভিযোগ।

প্রাক্তন শিক্ষিকার বক্তব্য, বর্তমানে তিনি ভাড়া বাড়িতে থাকেন। সেখানে গিয়েও অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ। এরই মধ্যে প্রতিবেশী এক যুবক পিসির পক্ষে কথা বলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন ভাইজি, দাবি সুনীতির।  ভাইজির অভিযোগে গ্রেফতার হয়েছে ওই যুবক । অন্যদিকে স্থানীয় বাসিন্দারা আবার শতরূপা নাথ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে জয়ন্ত বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

এই বিষয়ে সুনীতি দেবী জানিয়েছেন, তিনি চান তাঁর বাড়ি ফিরতে। এই বিষয়ে তিনি বনগাঁ পুলিশ সুপারের কাছে ২৬অক্টোবর অভিযোগ জানিয়েছেন । ভাইজি নানা সময় তাঁকে নির্যাতন করে বলে অভিযোগ তুলেছেন তিনি । তিনি চান, তাঁর বাড়ি ফাঁকা করা হোক ।

অন্যদিকে ভাইজি শতরূপা নাথ পিসিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর বক্তব্য,  ১০ বছর আগে পিসি বাড়ি থেকে অন্যত্র ভাড়া বাড়িতে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটাও মিথ্যা।

Next Article