Bongaon: ছেলেধরা সন্দেহে গণপিটুনির নাগাড়ে অভিযোগের মাঝেই ব্যতিক্রম, সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 24, 2024 | 5:02 PM

Bongaon: উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ছেলে ধরা গুজবে বেশ কয়েকটি গণধোলায়ের ঘটনা সামনে এসেছে। বনগাঁ পুলিশ জেলা এলাকার বনগাঁ ও গাইঘাটাতে ছেলে ধরা সন্দেহে দুটি গণধোলাইয়ের ঘটনা সমনে আসে। এই ঘটিনার বনগাঁ এবং গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে।

Bongaon: ছেলেধরা সন্দেহে গণপিটুনির নাগাড়ে অভিযোগের মাঝেই ব্যতিক্রম, সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা
সন্দেহভাজনকে পুলিশের হাতে দিলেন গ্রামবাসীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

 বনগাঁ: ছেলেধরা গুজবে বারবার উত্তপ্ত হয়েছে বারাসতের কাজীপাড়া, গাইঘাটা, বনগাঁ, খড়দহ-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায়। একাধিক গণপিটুনির অভিযোগ উঠেছে। চরম মারধরে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তরা। গুজব ছড়ানোর অভিযোগে পাল্টা পদক্ষেপও করেছে প্রশাসন। এবার
অপরিচিত যুবকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা।

উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ছেলে ধরা গুজবে বেশ কয়েকটি গণধোলায়ের ঘটনা সামনে এসেছে। বনগাঁ পুলিশ জেলা এলাকার বনগাঁ ও গাইঘাটাতে ছেলে ধরা সন্দেহে দুটি গণধোলাইয়ের ঘটনা সমনে আসে। এই ঘটিনার বনগাঁ এবং গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে। এবং পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার প্রচার শুরু করেছে। এলাকায় এলাকায় ঘুরে  মাইকিং করা হচ্ছে।  একই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে এলাকায় কোন সন্দেহভজন ব্যক্তিকে দেখলে পুলিশকে জানান, কেই আইন হাতে তুলে নেবেন না।

এসবের মাঝেই সোমবার সকালে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর চারাতলা এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে দাঁড় করান গ্রামবাসী । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর না মেলায় খবর দেয় গোপালনগর থানায়। পুলিশকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর ওই যুবক মানসিক ভারসাম্যহীন । ইতিমধ্যেই গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে সচেতনতা বার্তা দেওয়ার জন্য গোপালনগরের বিভিন্ন প্রান্তে মাইক প্রচার করছে ।

Next Article