বসিরহাট: প্যাডেল ভ্যানে প্রচুর মালপত্রের সঙ্গে মিশেছিল। কিন্তু দুঁদে কর্তাদের চোখ এড়ায়নি। দেখেই ঠাওর করতে পেরেছিলেন। ভ্যান দাঁড় করিয়ে তাঁরা প্রশ্ন করেন। দুই ভ্যানচালকের চোখে মুখেই তখন প্রবল অস্বস্তি। ভ্যানে তল্লাশি চালাতে উদ্ধার নিষিদ্ধ কাফসিরাপ। বসিরহাটের হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের পরিচয়, তাঁরা দু’জনই এলাকার বিজেপি নেতা। ধৃতদের নাম ভোলা দাস ও পল্টু দাস। ধৃত ভোলা দাস টাকি নগরের বিজেপির শক্তি প্রমুখ ও পল্টু দাস টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কমিটির সদস্য।
জানা গিয়েছে, দুই পাচারকারি পায়ে টানা ভ্যানে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাচ্ছিল। রুটিন তল্লাশির সময়ে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা তাঁদের হাতেনাতে পাকড়াও করেন। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ বছর ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন। এই দুই বিজেপি নেতা গ্রেফতার হওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে টাকি ও হাসনাবাদ জুড়ে।
ধৃত ২ পাচারকারিকে বুধবার বারাসত জেলা আদালতে তোলা হবে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সোচ্চার। বসিরহাট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, এরকম খোঁজ করলে আরও অনেককেই পাওয়া যাবে। যারা যত বেশি চোর, তাদেরও গলার জোর বেশি। এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দলের আর কিছু নেই।