উত্তর ২৪ পরগনা: উপনির্বাচনেও তপ্ত বাংলা। একাধিক ক্ষেত্র থেকে বিজেপি-তৃণমূল সংঘর্ষের অভিযোগ আসছে। কিন্তু এরই মধ্যে আইএসএফের ওপরেও হামলার অভিযোগ ওঠে। ১৭৯ নম্বর বুথের আইএসএফ-এর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার মানিকপুর এলাকার কাঁকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় এক পোলিং এজেন্ট বুথের বাইরে এসেছিলেন চা খেতে। অভিযোগ, চা খাওয়ার পর তিনি যখন বুথের ভিতরে ঢুকতে যান, তখন তাঁকে মারধর করেন অন্য বিধানসভার ও হাড়োয়া বিধানসভার বেশ কিছু তৃণমূলের কর্মীরা।
চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তখন স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ততক্ষণে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন আইএসএফের পোলিং এজেন্ট। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের জয়ের ব্যবধান ছিল ৮০ হাজার ৯৭৮। এবারে বাম সমর্থিত আইএসএফ পিয়ারুল ইসলাম গাজি লড়ছেন।