Rain and Thunderstorm: পার্কে গাছতলায় বসে একান্তে সময় কাটাচ্ছিল প্রেমিক-প্রেমিকা, হঠাৎ শুরু ঝড়ের তাণ্ডব
Thunderstorm Death: ভেঙে পড়া ও বিশাল গাছটি কেটে গাছের তলায় আটকে পড়া দুইজনকে উদ্ধার করে পুলিশ। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বিএন বসু হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল প্রেমিকের।
ব্যারাকপুর: ব্যারাকপুরের মঙ্গল পান্ডে পার্ক। এলাকার ও আশপাশের অনেকেই এই পার্কে ঘুরতে আসেন। গঙ্গার ধারে মনোরম পরিবেশ। সোমবার বিকেলে সেই মঙ্গল পান্ডে পার্কে (Mangal Pandey Park) দেখা করতে এসেছিল এক প্রেমিক যুগল। একসঙ্গে বসেছিল। একটা গাছের তলায় বসে নিজেদের মতো একান্তে সময় কাটাচ্ছিল। কিন্তু এরই মধ্যে আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি (Thunder Storm)। মেঘের গর্জন। আর সেইসময় হঠাৎ ওই বিশাল গাছ ভেঙে পড়ে আর গাছের তলায় চাপা পড়ে যায় প্রেমিক – প্রেমিকা। বেশ কিছুক্ষণ ওইভাবেই গাছের তলায় চাপা পড়ে থাকে তারা। এরপর ঘটনার খবর পয়ে সেখানে পৌঁছে যান পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। রাজ্য বিপর্যয় মোকাবিলা টিমের উদ্ধারকারী দলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
এরপর ভেঙে পড়া ও বিশাল গাছটি কেটে গাছের তলায় আটকে পড়া দুইজনকে উদ্ধার করে পুলিশ। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বিএন বসু হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল প্রেমিকের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০)। বাড়ি নদিয়ার রানাঘাট এলাকায়। যুবতী এখনও হাসপাতালে ভর্তি। গুরুতর আহত ওই যুবতীর চিকিৎসা চলছে ব্যারাকপুরের ওই হাসপাতালে।
এদিকে সোমবারের এই লন্ডভন্ড করে দেওয়া ঝড়-বৃষ্টিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মোহনপুরের থানা এলাকার জাফরপুর চালবাজারে চত্বরেও এক মহিলার মৃত্যু হয়েছে। বছর চল্লিশের সরস্বতী বিশ্বাসের বাড়িতে নারকেল গাছ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুই পৃথক ঘটনায় ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে দুইজনের জনের প্রাণ কাড়ল সন্ধের কালবৈশাখী। শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাতেই নয়, সপ্তাহের প্রথম দিনের এই কালবৈশাখীতে একাধিক জেলায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।