Dog Bite: মাংস খুবলে বার করে দিচ্ছে হাড়, পাগলা কুকুরের কামড়ে জখম ১৫, কলকাতায় স্থানান্তরিত ২
Dog Bite: এক এলাকাবাসীর কথায়, "ওই কুকুর পাগল হয়ে গিয়েছে। রাস্তায় বেরোলেই যখন তখন দৌড়ে এসে কামড়ে দিচ্ছে। আমাদের তো এখন বেরোতেই ভয় লাগছে। এই রাস্তা দিয়েই পাড়ার বাচ্চাগুলো স্কুলে যায়।"
উত্তর ২৪ পরগনা: রাস্তায় বেরোতেই ভয়! যখন তখন পিছন থেকে দৌড়ে আসছে সে। বসিয়ে দিচ্ছে কামড়। পা, হাতে, কোমরে দাঁত বসিয়ে দিচ্ছে। প্রায় ১৫ জনকে এভাবে কুকুর কামড়েছে। শহর জুড়ে আতঙ্ক। ঘুম উড়েছে উত্তর ২৪ পরগনার হাবরা দু’নম্বর রেল গেট সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জানা যাচ্ছে, ওই এলাকার স্টাফ কোয়াটার মোট পর্যন্ত প্রায় ১৫ জনকে একটি কুকুর ইতিমধ্যেই কামড়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একটি কাল রংয়ের কুকুর গত কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এক এলাকাবাসীর কথায়, “ওই কুকুর পাগল হয়ে গিয়েছে। রাস্তায় বেরোলেই যখন তখন দৌড়ে এসে কামড়ে দিচ্ছে। আমাদের তো এখন বেরোতেই ভয় লাগছে। এই রাস্তা দিয়েই পাড়ার বাচ্চাগুলো স্কুলে যায়।”
কেবল মঙ্গলবার রাতেই ওই এলাকায় একাধিক জনকে পরপর কামড়েছে ওই কুকুর। তাঁদেরকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু’জনের পায়ে বড় ক্ষত তৈরি হয়েছে।
ইতিমধ্যেই খবর পেয়ে ওই এলাকায় গিয়েছেন হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। তিনি আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন। এবং এই পাগল কুকুরকে যাতে আটকানো যায়, তার জন্য পদক্ষেপ করছেন। কোনও সংস্থাকে খবর দিয়েছেন। ওই পাগলা কুকুরকে চিহ্নিত করে তাকে দ্রুত উদ্ধার করে পশুদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পৌরপ্রধান জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে একটু সচেতন ভাবে ঘোরার বার্তা দিয়েছেন তিনি।